গুগলের ৮ চমক
গুগলের চমক নিয়ে আগেই অনেক গুঞ্জন ছিল। এ বছরের সর্বশেষ বড় ধরনের প্রযুক্তিপণ্যের ঘোষণার অনুষ্ঠান গুগলের কাছ থেকে আসবে, তা নিয়ে আলোচনা ছিল। বুধবার সকালে গুগলের ক্যালিফোর্নিয়ার সানফ্রানসিসকোর এক মঞ্চে গুগল তাদের প্রযুক্তিপণ্যের ঘোষণা দিয়েছে।
অবশ্য অনেক তথ্য আগেভাগে ফাঁস হওয়ায় খুব বেশি চমকের প্রত্যাশা করেননি অনেকে। গুগলভক্তরা অবশ্যই স্মার্টফোন থেকে শুরু করে নতুন স্মার্টস্পিকার, নতুন ক্যামেরাকে চমক বলতে পারেন। জেনে নিন গুগলের ঘোষণা দেওয়া ৮ হার্ডওয়্যার পণ্য সম্পর্কে:

গুগল হোম মিনি
গুগল হোম লাইনআপে নতুন করে যুক্ত হয়েছে হোম মিনি নামের ছোট স্মার্ট স্পিকার। টেকসই, স্বচ্ছ ফেব্রিকসের তৈরি দৃষ্টিনন্দন এ স্পিকারটি সাধারণত অন্যান্য স্মার্টফোনের চেয়ে ছোট। যুক্তরাষ্ট্রের বাজারে এর দাম হবে ৪৯ মার্কিন ডলার।

গুগল হোম ম্যাক্স
গুগল বুধবার হোম ম্যাক্স নামের স্পিকারের ঘোষণা দিয়েছে। এর দাম ৩৯৯ মার্কিন ডলার। ডিসেম্বরে এটি বাজারে আসবে। গুগল হোম ম্যাক্স ফিচারে ডুয়াল উফার আছে। স্পিকারটিকে উল্লম্বভাবে বা অনুভূমিকভাবে রাখা যায়।

পিক্সেল বুক
গুগল উচ্চ দক্ষতা সম্পন্ন ক্রোমবুক হিসেবে পিক্সেলবুকের ঘোষণা দিয়েছে। এটি ফোর ইন ওয়ান ডিজাইনের। অর্থাৎ, এটি ট্যাবলেট ও ল্যাপটপের পাশাপাশি এর মাঝামাঝি যেকোনো রূপে ব্যবহার করা যাবে। ১২ দশমিক ৩ ইঞ্চি মাপের কোয়াড এইচডি এলসিডি টাচস্ক্রিনের ল্যাপটপটিতে ইনটেল কোরআই ৫ ও কোরআই ৭ মডেলে পাওয়া যাবে। ১০ মিলিমিটার পুরু ও মাত্র এক কেজি ওজনের হাইব্রিড ল্যাপটপটি ৩৬০ ডিগ্রি ঘোরানো যায়। ল্যাপটপটিতে ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ রয়েছে।
ক্রোম অপারেটিং সিস্টেমের ল্যাপটপটিতে প্রথমবারের মতো গুগল অ্যাসিস্ট্যান্ট বিল্টইন থাকছে। অনুষ্ঠানে গুগল পিক্সেলবুক পেন নামের স্টাইলাসের ঘোষণাও দিয়েছে। এটি গুগল প্লে সমর্থন করে বলে স্মার্টফোনের নানা সুবিধাও পাওয়া যাবে এতে। পিক্সেলবুকের দাম শুরু হচ্ছে ৯৯৯ মার্কিন ডলার থেকে। তবে পেনসহ যন্ত্রাংশ আলাদা কিনতে হবে।

পিক্সেল টু
গত বছরের পিক্সেলের মতো পিক্সেল টুতে উদ্ভাবনী চমক নেই। নকশার দিক থেকে পিক্সেল টু আগের পিক্সেলের মতো। বিশেষ করে ফোন দুটিতেই ৫ ইঞ্চি মাপের ওএলইডি ডিসপ্লে আছে। তবে যন্ত্রাংশ হালনাগাদ করা হয়েছে। এতে যুক্ত হয়েছে স্ন্যাপচ্যাট ৮৩৫ চিপসেট, ৪ জিবি র্যাম ও উন্নতমানের ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। ৬৪ জিবি মডেলের দাম শুরু ৬৪৯ মার্কিন ডলার থেকে। ১২৮ জিবি মডেলের দাম হবে ৭৪৯ মার্কিন ডলার।

পিক্সেল টু এক্সএল
পিক্সেল টু ফোনটির সব ফিচার রয়েছে পিক্সেল টু এক্সএলে। এর চেয়ে বাড়তি হিসেবে যুক্ত হয়েছে আরও পাতলা ও আধুনিক নকশা। এতে আছে ছয় ইঞ্চি পিওএলইডি ডিসপ্লে। সাদা আর কালো—দুই রঙে বাজারে আসবে এটি। ৬৪ জিবি মডেলের ফোনটির দাম হবে ৮৪৯ মার্কিন ডলার।

ডেড্রিম ভিউ
গুগলের স্মার্টফোনের নতুন সফটওয়্যারে অগমেন্টেড রিয়্যালিটি যুক্ত হয়েছে। তাই উন্নত হার্ডওয়্যারে ভার্চ্যুয়াল রিয়্যালিটি হেডসেটের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। গুগল ডেড্রিম ভিউ হেডসেট পিক্সেল টু স্মার্টফোনটি সমর্থন করবে। এ ছাড়া অন্যান্য ডেড্রিম সমর্থনকারী ফোনেও এটি চালানো যাবে। ৯৯ মার্কিন ডলার দামের এ হেডসেটে উন্নত লেন্স ব্যবহার হওয়ায় আরও ঝকঝকে দৃশ্য উপভোগ করা যাবে।

পিক্সেল বাড
অ্যাপলের এয়ারপডকে টেক্কা দিতে গুগল পিক্সেল বাডের ঘোষণা দিয়েছে। তারহীন এ হেডফোন পকেটের আকৃতির চার্জিং কেসে চার্জ দেওয়া যায়। এক চার্জে দীর্ঘসময় চলে এবং স্বয়ংক্রিয় অ্যান্ড্রয়েড ফোনে সংযুক্ত হয়। জেশ্চার বা ভঙ্গি নিয়ন্ত্রণ করা যায় এতে। ফলে গান শোনার বিষয়টি নড়াচড়া করে নিয়ন্ত্রণ করা যায়। পিক্সেল বাডের আরেকটি সুবিধা হচ্ছে এটি ভাষা অনুবাদ করে শোনাতে পারে। নভেম্বরে বাজারে আসবে এ হেডফোন। দাম হবে ১৫৯ মার্কিন ডলার।

গুগল ক্লিপস
অবশেষে গুগল ক্ষুদ্র হ্যান্ডস ফ্রি ক্যামেরা নিয়ে এল। এর নাম দিয়েছে গুগল ক্লিপস। যেকোনো জায়গায় রেখে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন মুহূর্ত ধরে রাখা যায় এতে। এর মধ্যে একটি সাটার বোতাম আছে। গুগল ক্লিপস অ্যাপেও বোতাম আছে। ফলে ম্যানুয়ালি ছবি তোলা যাবে। গুগল ফটোজ ব্যবহারকারীরা ছবি ব্যাকআপ রাখতে পারবেন। এর দাম হবে হবে ২৪৯ মার্কিন ডলার। তথ্যসূত্র: বিজিআর