অনলাইনে বাইক বিক্রিতে আগ্রহ বাড়ছে

অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে মোটরসাইকেল বিক্রিতে আগ্রহ বাড়ছে। বৃহস্পতিবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে অনলাইনে পণ্য কেনাবেচার প্ল্যাটফর্ম বিক্রয় ডটকম কর্তৃপক্ষ এ তথ্য জানায়। 


বিক্রয় ডটকমের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ইসা আবরার আহমেদ জানান, অনলাইনে বাইক বিক্রির জন্য তাদের সাইটে মাসে পাঁচ হাজারের বেশি বিজ্ঞাপন প্রকাশিত হয়। প্রতিটি বিজ্ঞাপনের ক্ষেত্রে গড়ে ১০ জন আগ্রহ জানাচ্ছেন। এ ছাড়া বিভিন্ন গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান ডিজিটাল প্ল্যাটফর্ম বেছে নিচ্ছেন। দেশের জনপ্রিয় ব্র্যান্ড কিওয়ে মোটরসাইকেল তাই বিক্রয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

অনুষ্ঠানে মোটরসাইকেল ব্র্যান্ড কিওয়ের কর্মকর্তারা বিক্রয়ের প্ল্যাটফর্মে তাদের মোটরসাইকেল ও যন্ত্রাংশ বিক্রির কথা জানান। এ ছাড়া গ্রাহকদের জন্য কিস্তিতে বাইক কেনার সুযোগ ও উপহার দেওয়ার ঘোষণা দেয়। Bikroy.com/Keeway থেকে বিস্তারিত জানা যাবে।