ভিডিও কনফারেন্সে বিশেষজ্ঞ পরামর্শ

ভারতের বেঙ্গালুরুর নারায়ানা হেলথের সঙ্গে কাজ করবে বাংলাদেশের প্রাভা হেলথ।
ভারতের বেঙ্গালুরুর নারায়ানা হেলথের সঙ্গে কাজ করবে বাংলাদেশের প্রাভা হেলথ।

যাঁরা বাংলাদেশ থেকে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চান তাদের জন্য ভিডিও কনফারেন্স চালু করেছে স্বাস্থ্যসেবা দাতা প্রতিষ্ঠান প্রাভা হেলথ। বিশেষজ্ঞ সুবিধা বাড়াতে বাংলাদেশের প্রতিষ্ঠানটি সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত নারায়ানা হেলথের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে। ফলে ভিডিও কনফারেন্সে ৩০ জনের বেশি বিশেষজ্ঞের কাজ থেকে পরামর্শ পাওয়ার সুযোগ রয়েছে। জরুরি প্রয়োজনে ভিডিও কনফারেন্সেই বিশেষজ্ঞরা সেবা দেবেন। এতে সময় বাঁচবে। 

প্রাভা হেলথের জ্যেষ্ঠ পরিচালক সিমিন মজিদ ‘হাসপাতালে ভর্তির আগে এখন বিশেষজ্ঞদের সঙ্গে ভিডিও কনফারেন্সেই যোগাযোগ সেরে নিতে পারবেন। স্বাস্থ্য সেবায় নতুন প্রযুক্তি যুক্ত করে চিকিৎসা নেওয়ার বিষয়টি সহজ করা হচ্ছে।’ বিজ্ঞপ্তি।