কাল থেকে এলিফ্যান্ট রোডে আইসিটি মেলা

রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনের ডিজিটাল আইসিটি মেলা। এবার মেলার নবম আসর।
‘সবার জন্য ডিজিটাল সাক্ষরতা’ স্লোগানে মেলাটি চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় প্রেসক্লাবে গতকাল সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি ও মেলার আহ্বায়ক তৌফিক এহ্সান। তিনি বলেন, এবার মেলায় প্রযুক্তিপণ্যে ছাড় ও উপহার নিয়ে ৬৫০টি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নেবে। এই মেলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তারকাদের অংশগ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। মেলায় প্রবেশের টিকিটের ওপর র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। টিকিটের দাম ১০ টাকা। তবে শিক্ষার্থীদের টিকিট লাগবে না।ডিজিটাল আইসিটি মেলার পৃষ্ঠপোষক হলো এসার, ডেল, এইচপি, লজিটেক ও এক্সট্রিম।
এ মেলায় বাংলাদেশের শীর্য আইসিটি পণ্য আমদানিকারক ও ব্যবসায়ীদের বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের লেটেস্ট প্রযুক্তি প্রদর্শন করা হবে। মেলায় আসা বিভিন্ন প্রযুক্তিপণ্যে থাকবে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার।
আগামীকাল অনুষ্ঠানের দিন কম্পিউটার সিটি সেন্টারের লেভেল ১-এ অনুষ্ঠিত হবে আগত অতিথিদের শুভেচ্ছা বক্তব্য, লেভেল ৯-এ জাতীয় সংগীতের মাধ্যমে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন, লেভেল ৭-এ মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও শেষে মেলা পরিদর্শন। এ ছাড়া মেলা চলাকালীন থাকছে পিঠা উত্সব, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্রসহ প্রতিটি ফ্লোরে নানা আয়োজন। ১০ ফেব্রুয়ারি সকাল ১০টায় ৩ থেকে ১২ বছর বয়সীদের তিনটি গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
মেলার গোল্ড স্পন্সর আসুস, এফোরটেক ও লেনেভো। সিলভার স্পন্সর টিপি-লিংক, ডি-লিংক ও ইউসিসি। মেলা চলবে ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত সরকারসহ কম্পিউটার সিটি সেন্টারের অন্যান্য কর্মকর্তা। রাহিতুল ইসলাম