উচ্চ প্রযুক্তির সুবিধা নিয়ে প্রাভা হেলথ

দেশে উচ্চ প্রযুক্তির চিকিৎসা সেবা দিতে কাজ করছে স্বাস্থ্যসেবা দাতা প্রতিষ্ঠান প্রাভা হেলথ।সম্প্রতি সহজে ক্যানসার চিকিৎসা সেবা দিতে আহসানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
দেশে উচ্চ প্রযুক্তির চিকিৎসা সেবা দিতে কাজ করছে স্বাস্থ্যসেবা দাতা প্রতিষ্ঠান প্রাভা হেলথ।সম্প্রতি সহজে ক্যানসার চিকিৎসা সেবা দিতে আহসানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।

দেশে উচ্চ প্রযুক্তির চিকিৎসা সেবা দিতে কাজ করছে স্বাস্থ্যসেবা দাতা প্রতিষ্ঠান প্রাভা হেলথ।সম্প্রতি সহজে ক্যানসার চিকিৎসা সেবা দিতে আহসানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। ফলে আহসানিয়া মিশনের রোগীরা সহজে চিকিৎসা সেবা নিতে পারবেন।

প্রাভার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাভায় মলিকিউলার ক্যানসার ডায়াগনস্টিক পিসিআর টেস্ট চালু হয়েছে। আগে অনেক পরীক্ষার জন্য বিদেশে যেতে হতো।এখন উন্নত প্রযুক্তিতে দেশে দ্রুত পরীক্ষার ফল পাওয়া যায়।

প্রাভা হেলথের প্রধান নির্বাহী সিলভানা কিউ সিনহা বলেন, বাংলাদেশে কোন ক্যানসার রেজিস্ট্রি নেই। এর প্রাথমিক স্তরের নির্ণয় জরুরি। আহসানিয়া মিশন ও প্রাভার চুক্তিতে রোগীদের কাছে সর্বশেষ প্রযুক্তি সহজলভ্য হবে।