৬৪ জেলায় রবির ফোরজি

প্রথম মোবাইল ফোন অপারেটর হিসেবে দেশের ৬৪টি জেলায় চতুর্থ প্রজন্মের (ফোরজি) টেলিযোগাযোগ সেবা চালু করেছে রবি আজিয়াটা। আজ মঙ্গলবার থেকে রবি গ্রাহকেরা এ সেবা পাবেন।

এ জন্য ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করে রবি। এতে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।

অনুষ্ঠানে জানানো হয়, সারা দেশের সব জেলায় ফোরজি সেবার জন্য ১ হাজার ৫০০টি সাইট বা মোবাইল টাওয়ারকে ফোরজি সেবা দেওয়ার উপযোগী করা হয়েছে।

মোস্তাফা জব্বার বলেন, নেটওয়ার্ক ও সেবার মান অবশ্যই বৃদ্ধি করতে হবে। এ জন্য সরকার অপারেটরদের সব ধরনের সহযোগিতা করে যাবে।

অনুষ্ঠানে মালয়েশিয়ার রাষ্ট্রদূত নূর আশিকিন বিনতি মোহাম্মদ আইয়ুব উপস্থিত ছিলেন।