এক টুইটে ১৩০ কোটি ডলার!

মার্কিন মডেল কাইলি জেনার। ছবি: সংগৃহীত
মার্কিন মডেল কাইলি জেনার। ছবি: সংগৃহীত

মার্কিন মডেল কাইলি জেনারের এক টুইটে হইচই পড়ে যায়। জনপ্রিয় মার্কিন মডেল কিম কার্দাশিয়ানের সৎবোন কাইলির এক টুইটে কোটি কোটি ডলারের বাজারমূল্য কমে যায় সামাজিক যোগাযোগমাধ্যম ‘স্ন্যাপচ্যাট’র। কী লিখেছিলেন কাইলি?

বিবিসির খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার টুইটারে কাইলি লেখেন, ‘এমন কেউ কি আছেন, যিনি আর স্ন্যাপচ্যাট ব্যবহার করছেন না? নাকি শুধু আমি একা? আহা এটা খুব দুঃখজনক!’ আর তাঁর এ টুইটে কমে যেতে শুরু করে স্ন্যাপচ্যাটের বাজারমূল্য। কমতে কমতে এক ধাক্কায় ১৩০ কোটি ডলার পর্যন্ত কমে যায় বাজারমূল্য।

কাইলি জেনারের এমন বক্তব্যের পেছনে মূলত দায়ী স্ন্যাপচ্যাট অ্যাপের নতুন নকশা। স্ন্যাপচ্যাট অ্যাপের বর্তমান নকশা পরিবর্তনের জন্য অনেকেই বলে আসছিলেন। তবে পরে অবশ্য স্ন্যাপচ্যাট নিয়ে নিজের ভালোবাসার কথা জানান কাইলি জেনার। তিনি আবারও টুইটে লেখেন, ‘তবু এখনো তোমাকে ভালোবাসি...আমার প্রথম প্রেম’। এতে অবশ্য স্ন্যাপচ্যাটের খুব একটা উপকার হয়েছে, তা বলা যাচ্ছে না। সেই ক্ষতি আর পোষানো যায়নি।