দেশি উদ্যোক্তাদের বৈদ্যুতিক সাইকেল

ইলেকট্রিক সাইকেলের যন্ত্রপাতি
ইলেকট্রিক সাইকেলের যন্ত্রপাতি

তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ব্যাটারিচালিত বৈদ্যুতিক সাইকেল। কয়েকটি যন্ত্র ব্যবহার করে সাধারণ সাইকেলকে পরিবেশবান্ধব বৈদ্যুতিক সাইকেলে রূপান্তর করা যায়। এ ধরনের যন্ত্রাংশ বিক্রি করছে দেশি স্টার্টআপ প্রতিষ্ঠান ‘ডিএমআরই’।

ডিএমআরই-এর উদ্যোক্তা জি এ টুটুল বলেন, এ ধরনের সাইকেলের কদর বিশ্বজোড়া। অনেকেই সাইকেলে চেপে বিভিন্ন জায়গায় যান। দীর্ঘপথ সাইকেল চালানোর ফলে তাঁরা ক্লান্ত হয়ে যান। ই-সাইকেলের কিট যুক্ত করে সাইকেলকে বৈদ্যুতিক সাইকেলে রূপান্তর করা যাবে। পথে ব্যাটারির চার্জ ফুরিয়ে গেলে সাধারণ সাইকেলের মতোই প্যাডেল ঘুরিয়ে তা চালানো যাবে। এ সাইকেলের কিটে বিশেষ হেডলাইট, মোবাইল চার্জারের মতো সুবিধা আছে।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাইসাইকেলকে পরিবেশবান্ধব বৈদ্যুতিক সাইকেলে রূপান্তর করার যন্ত্রাংশ এখন পাওয়া যায়। এ ধরনের কিটের দাম চার হাজার ৫০০ টাকা।