হোটেল বুকিং সিস্টেমকে ডিজিটাল করার আহ্বান

পেখম হোটেল মিটআপ কনফারেন্স ২০১৮ এ হোটেল ডিজিটালাইজেশন নিয়ে কথা বলেন বক্তারা। ছবি: সংগৃহীত।
পেখম হোটেল মিটআপ কনফারেন্স ২০১৮ এ হোটেল ডিজিটালাইজেশন নিয়ে কথা বলেন বক্তারা। ছবি: সংগৃহীত।

দেশের পর্যটন বিকাশে হোটেলগুলোকে ডিজিটাল করার উদ্যোগ জরুরি। এ লক্ষ্যে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে ‘পেখম হোটেল মিটআপ কনফারেন্স ২০১৮ ’। গতকাল বুধবার হোটেল বিষয়ক সফটওয়্যার ‘পেখম’ ও ‘বিকাশ’ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ সম্মেলন হয়। 

পেখমের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সী গিয়াস উদ্দিন বলেন, দেশীয় পর্যটকদের ৭৫ ভাগ তরুণ। তরুণদের অনুষঙ্গ হচ্ছে স্মার্টফোন, গ্যাজেট। তাই হোটেলগুলোকে তরুণদের কথা মাথায় রাখতে হবে। প্রতিটি হোটেলের উচিত দ্রুত ডিজিটাল ব্যবস্থায় চলে আসা। 

পেখমের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হোটেলগুলো বর্তমান সমস্যা ও তার সমাধান নিয়ে সম্মেলনে আলোচনা হয়। পাশাপাশি হোটেলগুলোর ডিজিটালাইজেশন নিয়ে কথা কথা বলেন বুকিং ডটকম, এক্সপেডিয়া ও পেখমের প্রতিনিধিরা। 

সম্মেলন সহায়তা করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন, বুকিং ডটকম, এক্সপেডিয়া ও সাউথইস্ট ব্যাক লিমিটেড।