অনলাইনে টিকিট ও রাইড শেয়ার নিয়ে নতুন করে এল সহজ

সহজ ডটকমের নতুন লোগো উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ ও ক্রিকেটার তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত
সহজ ডটকমের নতুন লোগো উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ ও ক্রিকেটার তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত


অনলাইনে টিকিট কাটা ও রাইড শেয়ার সুবিধা নিয়ে নতুন করে পথচলা শুরু করছে সহজ ডটকম। প্রতিষ্ঠানটির লোগোতেও এসেছে পরিবর্তন। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে আয়োজিত অনুষ্ঠানে নতুন লোগো উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এ সময় ক্রিকেটার তাসকিন আহমেদকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দেওয়া হয়।

সহজের ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির বলেন, ২০১৪ সালে শুরু হয় সহজ। ‘জীবনটাকে সহজ করুন’—এই ধারণাকে সামনে রেখে অনলাইনে টিকেটিং সেবা চালু করে প্রতিষ্ঠানটি। পরে যুক্ত হয় রাইড শেয়ারিং সেবা। বিভিন্ন সেবাকে এক জায়গায় আনতে চলমান চাকার একটি লোগো যুক্ত করা হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, চার বছর ধরে সহজ অনলাইন টিকিট কাটার সুবিধা দিচ্ছে। রাইড শেয়ারিংয়ে এসেছে ‘সহজ রাইডস’। এ ধরনের উদ্যোগ জীবনযাপন সহজ করার পাশাপাশি কর্মসংস্থানের ও সুযোগ তৈরি হয়।