ডিজিটাল বিপণন বিষয়ে ইরা ইনফোটেকের সেমিনার

দেশে ডিজিটাল বিপণনের চর্চা শুরু হয়েছে। এ ছাড়া দেশে ডেটাবেইসের চাহিদা বাড়ছে। দেশে তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ইরা ইনফোটেক আয়োজিত ‘ইরা টেক-টক’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন বক্তারা।
‘ডিজিটাল মার্কেটিং ফিউচার ইন বাংলাদেশ’ বিষয়টিকে প্রতিপাদ্য করে আয়োজিত সেমিনারে দেশের কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেমিনারে রাইজ আইটি সলিউশন্সের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম রাশেদুল মাজিদ বলেন, ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন খরচ ৭০ শতাংশ কম। এ ছাড়া ডিজিটাল এতে দর্শক শনাক্ত করা যায়।
ইরা ইনফোটেকের প্রধান নির্বাহী মো. সিরাজুল ইসলাম বলেন, দেশে বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি হচ্ছে। বর্তমানে ডেটাবেইসের চাহিদা বাড়ছে। তাই এ খাতের সম্ভাবনা নিয়েও ভাবতে হবে।