বাইক শেয়ারিং সেবায় অ্যালফাবেট-উবারের বিনিয়োগ

ক্যালিফোর্নিয়া ভিত্তিক বাইক শেয়ারিং স্টার্টআপ লাইম।
ক্যালিফোর্নিয়া ভিত্তিক বাইক শেয়ারিং স্টার্টআপ লাইম।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক বাইক শেয়ারিং সেবা লাইম ৩৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের বিনিয়োগ পেয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে উবার টেকনোলজিস ও অ্যালফাবেট ইনকরপোরেশন। গতকাল সোমবার লাইম এ ঘোষণা দেয়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানানো হয়।

উবারে লাইমের সঙ্গে পরিকল্পনা সহযোগী হিসেবে কাজ করবে এবং লাইমের ইলেকট্রিক স্কুটার উবার অ্যাপে পাওয়ার সুবিধা যুক্ত করবে।

গুগল ভেঞ্চারস বা জিভির নেতৃত্বে লাইমের নতুন এই বিনিয়োগে আরও নতুন বিনিয়োগকারী যুক্ত হয়েছে। এর মধ্যে আইভিপি, অটোমিকো অ্যান্ড ফিডেলিটি ম্যানেজমেন্ট ও রিসার্চ কোম্পানি। লাইমের এক ব্লগ পোস্টে এ তথ্য জানানো হয়। নতুন বিনিয়োগের ক্ষেত্রে লাইমের মূল্য ধরা হয়েছে ১১০ কোটি মার্কিন ডলার।

এর আগে লাইমের প্রতিদ্বন্দ্বী বার্ড ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ পেয়েছে। বার্ডের মূল্য ধরা হয় ২০০ কোটি মার্কিন ডলার।

বর্তমানে লাইমে বিনিয়োগকারী হিসেবে থাকা অ্যান্ড্রেসেন হরোউইজ ও সিঙ্গাপুর’স জিআইসিও নতুন করে বিনিয়োগ করেছে।

এ বছরের শুরুর দিকে উবার কর্তৃপক্ষ জাম্প বাইকস কিনে নেয়। গত জুন মাসে সান ফ্রান্সিসকোতে স্কুটার চালানোর অনুমতি চেয়ে আবেদনকারী প্রতিষ্ঠানের মধ্যে জাম্প বাইক রয়েছে।

যুক্তরাষ্ট্রের ৬০টি শহর ও কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্কুটার পরিচালনা করে লাইম। সম্প্রতি জার্মানির বার্লিন, ফাঙ্কফুর্ট ও সুইজারল্যান্ডের জুরিখে এ সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি।