'লিনকাস' অ্যাপে রোড টু ফাইনাল কর্মসূচির ফল ঘোষণা

ডিজিটাল বিনোদনের প্ল্যাটফর্ম লিনকাস তাদের রোড টু ফাইনাল কর্মসূচির বিজয়ী ঘোষণা করেছে। ফুটবলপ্রেমীদের বিশ্বকাপ ফুটবলে জয়ী দলের নাম অনুমানকারীদের এ কর্মসূচিতে পুরস্কার দিয়েছে লিনকাস কর্তৃপক্ষ। প্রতিযোগিতায় অংশ নিতে ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে লিনকাস (LINKUS) অ্যাপ অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে https://bit.ly/Linkus_RoadToFinal ডাউনলোড করে ‘রোড টু ফাইনাল’ কর্মসূচিতে অংশ নেন।

লিনকাস নেটওয়ার্ক টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ই. লিয়াং বলেন, এই দেশে বিশ্বকাপ ফুটবল একটি দারুণ উৎসব। এখানে সব কমিউনিটির মানুষ এক জায়গায় চলে আসেন। যাঁরা সাধারণত ফুটবল দেখেন না, তাঁরাও হয়ে ফুটবলের মরণপণ সমর্থক হয়ে পড়েন। ফুটবলপ্রেমীদের উৎসাহ দিতে লিনকাস এ কর্মসূচি চালু করে।

বিনোদন, সমসাময়িক সংবাদ, জনপ্রিয় শিল্পীদের উপস্থাপনা, তারকাদের যুক্ত হওয়া, রিয়েল টাইম ট্রাফিক আপডেট এবং সামাজিক যোগাযোগের একটি প্ল্যাটফর্মের অ্যাপ ‘লিনকাস’। ডিজিটাল বিনোদন এবং লাইভ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে রয়েছে ডায়নামিক এবং আকর্ষণীয় সব ফিচার।