প্রযুক্তিভিত্তিক ব্যবসায়িক পরিকল্পনার প্রতিযোগিতা আয়োজন করছে বাংলালিংক

বাংলালিংক ইনোভেটর্স ২.০ কার্যক্রমের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ছবি: সংগৃহীত।
বাংলালিংক ইনোভেটর্স ২.০ কার্যক্রমের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ছবি: সংগৃহীত।

প্রযুক্তিভিত্তিক ব্যবসায়িক পরিকল্পনার প্রতিযোগিতা বাংলালিংক ইনোভেটর্সের দ্বিতীয় পর্ব আয়োজন করছে টেলিকম অপারেটর বাংলালিংক। গতকাল মঙ্গলবার বাংলালিংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান প্রতিযোগীদের বাছাই করে গ্রুমিং, বুট ক্যাম্প সেশন, ওয়ার্কশপ ও অন্যান্য প্রশিক্ষণ কার্যক্রম চালাবে বাংলালিংক। নির্বাচিত বিজয়ী দল পাবে আমস্টারডামে অবস্থিত বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওনের প্রধান কার্যালয় পরিদর্শন ও স্ট্র্যাটেজিক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে যোগ দেওয়ার সুযোগ। সেরা পাঁচটি দল অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রামে (এআইপি) যুক্ত হবে।

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য https://ennovators.banglalink.net লিংক থেকে আগামী ২৫ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।