দেশে শাওমির মি স্টোর ও সেবাকেন্দ্র বাড়ানোর পরিকল্পনা

মানু কুমার জেইন
মানু কুমার জেইন

বাংলাদেশের বাজারে সাশ্রয়ী দামে উন্নত স্মার্টফোনের পরিকল্পনা রয়েছে শাওমির। অন্যান্য দেশে যেসব স্মার্টফোন বাজারে ছাড়া হবে, একই সঙ্গে তা বাংলাদেশেও ছাড়া হবে। শাওমির লক্ষ্য হচ্ছে নিজেদের লাভের পরিমাণ কম রেখে উন্নত ফিচারের স্মার্টফোন বাজারে ছাড়া। শাওমির গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মানু কুমার জেইন কথা জানান।

বাংলাদেশে কার্যক্রম শুরু করা প্রসঙ্গে মানু প্রথম আলোকে বলেন, ‘ভারতের মতো বাংলাদেশে স্মার্টফোনের চাহিদা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এবং বাড়তে থাকবে। দেশের বেশির ভাগ মানুষ ইন্টারনেট ব্যবহারের জন্য স্মার্টফোন ব্যবহার করেন। আমাদের লক্ষ্য দেশের সব গ্রাহক যেন সাশ্রয়ী দামে উন্নত ফিচারের স্মার্টফোন ব্যবহার করতে পারেন সেদিকে। আমাদের পরিকল্পনা গ্রাহককে ঘিরে এবং তাদের হাতে উন্নত স্মার্টফোন তুলে দেওয়া। স্মার্টফোনের উদীয়মান বাজার হিসেবে বাংলাদেশ আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই শাওমির সব ধরনের পণ্য নিয়ে বাংলাদেশের বাজারে আমরা স্থানীয় কোম্পানি হিসেবে ব্যবসা করতে চাই। বাংলাদেশে শুরুতে ছোট আকারে কাজ শুরু করতে যাচ্ছে শাওমি। আপাতত দেশে শাওমির মি স্টোর ও সেবাকেন্দ্র বাড়ানো হবে। পরে বাজার বুঝে স্মার্টফোনের পাশাপাশি অন্যান্য পণ্য বাজারে ছাড়া হবে।’

দেশে প্রযুক্তিপণ্য সংযোজন কারাখানা তৈরির পরিকল্পনা সম্পর্কে মানু বলেন, ‘বাংলাদেশে অবশ্যই আমরা ম্যানুফ্যাকচারিং কারখানা চালু করতে চাই। এই কাজ করতে অনেক সময়ের প্রয়োজন। ভারতের প্রায় দুই-তিন বছর পরে আমরা ম্যানুফ্যাকচারিং শুরু করতে পেরেছি। আপাতত শাওমি স্মার্টফোন নিয়ে বাংলাদেশের বাজারে গুরুত্ব দেবে। আগামী কয়েক মাসে শুধু স্মার্টফোন ও অ্যাক্সেসরিজ বিক্রি করবে। এরপর ধীরে ধীরে শাওমির অন্য হোম অ্যাপ্লায়েন্স পণ্যগুলো আনা হবে।’

মানু আরও বলেন, ‘এখন থেকে আন্তর্জাতিক বাজারের মতো দামে পাওয়া যাবে শাওমির সব ডিভাইস। বাংলাদেশের লাখ লাখ ফ্যানের জন্য আমরা শাওমির সর্বশেষ পণ্য সর্বনিম্ন দামে নিয়ে আসতে পারব। আমরা সর্বোচ্চ সেবা দিতে দৃঢ়প্রতিজ্ঞ এবং সে জন্য এখানে একটি শক্তিশালী দল গঠন করা হবে। বর্তমানে শাওমির ফোন কিনলে গ্রাহকেরা এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন। দেশের গ্রাহকেরা বাংলাদেশের সাতটি সার্ভিস সেন্টার থেকে এ সেবা নিতে পারবেন।’