নোভা সিরিজে নতুন স্মার্টফোন আনছে হুয়াওয়ে

হুয়াওয়ের নতুন ফোন। ছবি: সংগৃহীত
হুয়াওয়ের নতুন ফোন। ছবি: সংগৃহীত

নোভা থ্রিইর পর এ সিরিজে নতুন একটি স্মার্টফোন আনছে চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা হুয়াওয়ে। এখনো নতুন স্মার্টফোনটির দাম ঘোষণা করেনি হুয়াওয়ে কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে হুয়াওয়ে বলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তাবিশিষ্ট চার ক্যামেরা এবং নতুন মডেলের প্রসেসর থাকবে নতুন স্মার্টফোনে। নচযুক্ত স্মার্টফোনে ফুল এইচডি প্লাস রেজ্যুলেশন ৬.৩ ইঞ্চির ২.৫ডি কার্ভড বা বাঁকানো আইপিএস হুয়াওয়ে ফুল ভিউ ডিসপ্লে থাকবে।

হুয়াওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন স্মার্টফোনে হুয়াওয়ের নিজস্ব হাইসিলিকন কিরিন ৭১০ চিপসেট থাকবে। এর কৃত্রিম বৃদ্ধিমত্তা প্রযুক্তি হ্যান্ডসেট ব্যবহারে দারুণভাবে প্রভাব ফেলবে। উন্নত নিরাপত্তা নিশ্চিত করতে এতে ব্যবহার করা হচ্ছে ফেস আনলক প্রযুক্তি এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা ৩৬০ ডিগ্রি কোণে ব্যবহারকারীর আঙুলের ছাপ শনাক্ত করতে সক্ষম। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হবে অ্যান্ড্রয়েড ওরিওর সর্বশেষ সংস্করণ (৮.১)। এ ছাড়া হুয়াওয়ের নিজস্ব কাস্টমাইজড ইউজার ইন্টারফেস ইএমইউআই ৮.২ সংস্করণ ব্যবহার হবে এতে।

হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ) সূত্রে জানা গেছে, নোভা সিরিজের নতুন স্মার্টফোন শিগগিরই দেশের বাজারে আসবে। এখনো এর দাম ঠিক হয়নি।