টেকনোর ক্যামন সিরিজে নতুন স্মার্টফোন

ক্যামন আই স্কাই-টু
ক্যামন আই স্কাই-টু

ক্যামন সিরিজে নতুন স্মার্টফোন ‘ক্যামন আই স্কাই-টু’ মডেল বাজারে আনছে স্মার্টফোন নির্মাতা টেকনো। এ স্মার্টফোনটি প্রথম বাংলাদেশের বাজারে আনছে প্রতিষ্ঠানটি। ১৬ আগস্ট ফোনটি বাজারে আসবে। ৯ আগস্ট থেকে কিকশা ডটকমে এর আগাম ফরমাশ নিতে শুরু করেছে টেকনো। ২ জিবি র‍্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজের স্মার্টফোনটির দাম ১০ হাজার ৯৯০ টাকা।

টেকনো কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যামন আই স্কাই-টু স্মার্টফোনটির পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ১৩ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। সাড়ে পাঁচ ইঞ্চি মাপের হাই-ডেফিনিশন (এইচডি) ডিসপ্লেযুক্ত ফোনটিতে ১.৫ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর, ৩০৫০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। অ্যান্ড্রয়েড ওরিও সংস্করণের ফোনটি ফোরজি সমর্থন করে।

ট্রানশান বাংলাদেশের প্রধান নির্বাহী রেজওয়ানুল হক বলেন, যুগের চাহিদার সঙ্গে প্রযুক্তিও খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। বাংলাদেশের ক্রেতারা যাতে যুগের চাহিদা অনুযায়ী সাশ্রয়ী মূল্যে নতুন স্মার্টফোন পান, সে বিষয়টি মাথায় রেখে নতুন মডেলটি বাজারে ছাড়া হচ্ছে। বিশেষ করে ডুয়েল ক্যামেরার সঙ্গে ফুল স্ক্রিন ডিসপ্লের স্মার্টফোনটি সবার পছন্দ হবে।