ভিডিও নির্মাতাদের আরও বেশি আয়ের সুযোগ দিচ্ছে ইউটিউব

মানুষ এখন ইউটিউবে ভিডিও দেখছে বেশি। কিন্তু বিজ্ঞাপন না দেখে ভিডিও দেখার দিন শেষ। ইউটিউব প্ল্যাটফর্মে সহজে এড়াতে পারবেন না—এমন বিজ্ঞাপন চালু করতে যাচ্ছে গুগল কর্তৃপক্ষ। এতে অবশ্য ইউটিউব ভিডিও নির্মাতাদের লাভ হবে। তাঁরা ইউটিউব চ্যানেল থেকে আরও বেশি আয় করতে পারবেন।

গত শুক্রবার ইউটিউব ক্রিয়েটর ইনসাইড চ্যানেলে এক ভিডিও পোস্ট করে ইউটিউব কর্তৃপক্ষ বলেছে, ইউটিউবে নতুন বিজ্ঞাপন দেখানো এ সপ্তাহ থেকে শুরু হবে। ভিডিও নির্মাতারা তাঁদের ড্যাশবোর্ডে এ-সংক্রান্ত নোটিফিকেশন পাবেন। ‘নন-স্কিপেবল’ বা সহজে এড়ানো যায় না—এমন বিজ্ঞাপনগুলো ভিডিও নির্মাতারা তাঁদের চ্যানেলে চালু থাকা ভিডিওগুলোতে যুক্ত করতে পারবেন।

ইউটিউব চ্যানেলের জন্য একটি টুল চালু করছে, যাতে অনেক ভিডিওতে একসঙ্গে বিজ্ঞাপন চালু বা বন্ধ করা যাবে। এমনকি এ বিজ্ঞাপন চালিয়ে আয় বাড়ছে কি না, তা পরীক্ষা করেও দেখা যাবে।

ইউটিউব প্ল্যাটফর্মে যাঁরা ভিডিও পোস্ট করে অর্থ আয় করেন বা ইউটিউব পার্টনার প্রোগ্রামের অংশ, তাঁরা এ ফিচার ব্যবহার করতে পারবেন।

এ বছরের জানুয়ারিতে ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপনের জন্য ২০ সেকেন্ড সময় বেঁধে দেয় ইউটিউব কর্তৃপক্ষ।