দেশে নতুন প্রযুক্তিপণ্য উন্মুক্ত করেছে লজিটেক

লজিটেকের ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সুমন্ত দত্ত ও এক্সেল টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা। ছবি: সংগৃহীত
লজিটেকের ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সুমন্ত দত্ত ও এক্সেল টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা। ছবি: সংগৃহীত

সম্প্রতি দেশের বাজার নতুন কি-বোর্ড, মাউস ও ভিডিও কনফারেন্স প্রযুক্তির যন্ত্রসহ বেশ কিছু নতুন প্রযুক্তিপণ্য উন্মুক্ত করেছে লজিটেক। একই সঙ্গে বাংলাদেশে এক্সেল টেকনোলজিস লিমিটেডকে তাদের পরিবেশক হিসেবে নিযুক্ত করেছে। সম্প্রতি ঢাকা ক্লাবের এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয়ে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে লজিটেকের ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সুমন্ত দত্ত, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি সুব্রত সরকার এবং এক্সেল টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বক্তব্য দেন।

অনুষ্ঠানে সুমন্ত দত্ত বলেন, বাংলাদেশের বাজারকে গুরুত্ব দিচ্ছেন তাঁরা। ডিজিটাল বাংলাদেশ তৈরিতে লজিটেকের অত্যাধুনিক ভিডিও কনফারেন্স সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে।

সুব্রত সরকার বলেন, লজিটেক-এক্সেল পার্টনারশিপের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবসা-বাণিজ্যে এক নবদিগন্ত উন্মোচিত হলো।

গৌতম সাহা বলেন, লজিটেকের পণ্যের ওয়ারেন্টি নীতিমালা রয়েছে। বিস্তৃত চ্যানেলের মাধ্যমে তা সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।