নেক্সট টিউবারের নিবন্ধনের সময় ৪ অক্টোবর পর্যন্ত

বাংলালিংক নেক্সট টিউবারের উদ্বোধন। ছবি: সংগৃহীত
বাংলালিংক নেক্সট টিউবারের উদ্বোধন। ছবি: সংগৃহীত

মোবাইল অপারেটর বাংলালিংক আয়োজিত ডিজিটাল রিয়েলিটি শো বাংলালিংক নেক্সট টিউবারের দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। দেশের ভিডিও কনটেন্ট নির্মাতাদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে চালু হয়েছে এটি।

আজ বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলালিংকের বিপণন বিভাগের প্রধান রিতেশ কুমার সিং।

বাংলালিংক নেক্সট টিউবারে অংশ নিতে ভিডিও কনটেন্ট জমা দিতে হবে। বিজয়ীরা প্রশিক্ষণের সুবিধাসহ গুগল অফিস পরিদর্শনের সুযোগ পাবেন। নেক্সট টিউবারের দ্বিতীয় আসরের বিচারক প্যানেলে থাকছেন চিত্রনায়িকা পূর্ণিমা, বিশিষ্ট টিভি অভিনেতা ইরেশ জাকের ও দুই সেলিব্রেটি ইউটিউবার তামিম মৃধা ও সৌভিক আহমেদ। এবারের আয়োজনের টিভি ও রেডিও পার্টনার এনটিভি ও এবিসি রেডিও। এ ছাড়া অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে থাকছে বঙ্গ।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহীদের ইউটিউবে ভিডিও কনটেন্ট আপলোড করে সেটির ইউআরএল সাবমিট করতে হবে www.nextuber.com সাইটে। ৪ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।