কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সেমিনার

মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক সেমিনারে অংশ নেন তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন উদ্যোক্তা। ছবি: সংগৃহীত।
মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক সেমিনারে অংশ নেন তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন উদ্যোক্তা। ছবি: সংগৃহীত।

মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে। বিষয়টি বিভিন্ন ব্যবসা খাতে যুক্ত হচ্ছে। দেশের শিল্প ও সেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের নিয়ে সম্প্রতি ‘এমএল অ্যান্ড এআই ইজ মেকিং বিগ ডিফারেন্স ইন বিজনেস’ শীর্ষক সেমিনার আয়োজন করে মাইক্রোসফট ও ব্রেইন স্টেশন ২৩ লিমিটেড। গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে ক্লাউড প্রযুক্তি, মেশিন লার্নিং প্রযুক্তির নানা বিষয় তুলে ধরা হয়।

সেমিনারে ব্রেইন স্টেশনের প্রধান পরিচালন কর্মকর্তা এম যে ফেরদৌস কোড ছাড়া মেশিন লার্নিং মডেল তৈরি ও ব্যবসায় পূর্বাভাসের পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানে মাইক্রোসফট আজুর ক্লাউড সার্ভিস নিয়ে আলোচনা করেন মাইক্রোসফটের কর্মকর্তারা। অনুষ্ঠানে মাইক্রোসফট বাংলাদেশের (এসএমসি লিড, বাংলাদেশ, নেপাল, ভুটান) হোসেন মাশরুর, পার্টনার ডেভেলপমেন্ট ব্যবস্থাপক ইফতেখার রাব্বী প্রমুখ উপস্থিত ছিলেন

ব্রেইন স্টেশন ২৩ দেশে তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে দেশ ও দেশের বাইরে কাজ করছে।