৫ কোটি নয়, প্রায় ৩ কোটি ব্যবহারকারীর তথ্য বেহাত: ফেসবুক

ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, সাম্প্রতিক সাইবার হামলায় পাঁচ কোটি নয়, প্রায় তিন কোটি ব্যবহারকারীর তথ্য বেহাত হয়েছে। ফেসবুকের পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট গাই রোজেন এক অনলাইন পোস্টে এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গত মাসের শেষের দিকে ফেসবুক প্রথমে জানায় যে, তাদের কাছ থেকে পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য বেহাত হয়েছে। ফেসবুকের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে ওই তথ্য হাতিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু এখন ফেসবুকের পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট গাই রোজেন বলছেন, ব্যবহারকারীর সংখ্যাটি হবে ২ কোটি ৯০ লাখ। অনলাইন পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা এখন জানি যে, যতটা ভাবা হয়েছিল, তার চেয়ে কম মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।’

ফেসবুকের ‘ভিউ অ্যাজ’ নামের একটি ফিচারের মাধ্যমে ওই হামলার সুযোগ পেয়েছিল হ্যাকাররা। ব্যবহারকারীরা ভিউ অ্যাজের মাধ্যমে অন্যদের কাছে তাদের অ্যাকাউন্টটি কেমন দেখায়, তা দেখতে পান। এই সুবিধার মাধ্যমে একজনকে ফেসবুক বন্ধুরা কীভাবে দেখে—তা জানা যায়। এতে আক্রান্ত ব্যবহারকারীদের অ্যাকাউন্ট আপনা-আপনি লগ-আউট হয়ে যায় এবং ফের লগ-ইনের নির্দেশ পায়।

নিন্দুকেরা বলছেন, ফেসবুক কর্তৃপক্ষ এসব ঘটনায় ব্যবহারকারীদের করণীয় সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে পারেনি। এ ছাড়া সাইবার হামলার ওই ঘটনায় তথ্য হাতিয়ে নেওয়ার ক্ষেত্রে কারা যুক্ত—সেটিও বের করতে পারেনি। আদতে কী ধরনের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে, তাও জানা যায়নি। তবে এখন ফেসবুক কর্তৃপক্ষের দাবি, ক্ষতির পরিমাণ কম ছিল।