এল আসুসের নতুন ভিভোবুক

আসুস ভিভোবুক এস ৫৩০
আসুস ভিভোবুক এস ৫৩০

দেশের বাজারে ভিভোবুক এস ৫৩০ নামে নতুন ল্যাপটপ আনল তাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। এই ল্যাপটপে তরুণদের কথা মাথায় রেখে নতুন নকশা করেছে প্রতিষ্ঠানটি। আসুস ভিভোবুক এস ৫৩০-এ রয়েছে আর্গোলিফট হিঞ্জ নকশা। এতে নোটবুকটি খুললে পেছনের দিকটায় খানিকটা ওপরে উঠে এসে এর কি–বোর্ডটিতে ৩.৫ ডিগ্রি বাঁক সৃষ্টি করে। যার ফলে এতে ডেস্কটপ কম্পিউটারের মতো টাইপিং অভিজ্ঞতা পাওয়া যায়। ল্যাপটপটির পেছনের দিকে বাতাস প্রবাহে সাহায্য করে বলে ল্যাপটপ সহজে গরম হয় না।

আসুস কর্তৃপক্ষ জানিয়েছে, আসুস ভিভোবুক এস ৫৩০ ল্যাপটপটিতে ন্যানো এজ ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। এতে রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা। ফলে এতে ৪৯ মিনিটে ৬০ শতাংশ চার্জ হয়। ল্যাপটপটির ওজন ১ দশমিক ৮ কেজি। ল্যাপটপে উইন্ডোজ ১০–সহ বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে, যা উইন্ডোজ হ্যালো নিরাপত্তা সমর্থন করে। এতে রয়েছে ইন্টেলের অষ্টম প্রজন্মের শক্তিশালী প্রসেসরসহ ২৪০০ বাস স্পিডের ৮ গিগাবাইট ডিডিআর ৪ র‍্যাম, ২ গিগাবাইটের এনভিডিয়া জি-ফোর্সের এমএক্স ১৩০/এমএক্স ১৫০ গ্রাফিকস। স্টোরেজে ডুয়েল স্টোরেজ ডিজাইন-১ টেরাবাইট হার্ডডিস্ক, যা সলিড স্টেট হাইব্রিড অথবা সলিড স্টেট ড্রাইভসহ পাওয়া যাবে। ল্যাপটপের দাম ৪৭ হাজার টাকা থেকে শুরু।