বাজারে হুয়াওয়ের ওয়াই৯

ক্রেতাদের হাতে ওয়াই৯ তুলে দেন ক্রিকেটার সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত।
ক্রেতাদের হাতে ওয়াই৯ তুলে দেন ক্রিকেটার সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত।

দেশের বাজারে নতুন স্মার্টফোন ওয়াই৯ বিক্রি শুরু করেছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। সম্প্রতি ওয়াই৯ সিরিজের নতুন স্মার্টফোন বিক্রির ‘ফার্স্ট ডে সেলস’ পালন করে প্রতিষ্ঠানটি। ৩ নভেম্বর রাজধানীর যমুনা ফিউচার পার্কে এক অনুষ্ঠানে আগাম ফরমাশ দেওয়া গ্রাহকদের নতুন স্মার্টফোন তুলে দেন ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি হুয়াওয়ের ব্র্যান্ড আম্বাসেডর। গত ২৫ অক্টোবর থেকে শুরু হওয়া ফোনটির আগাম ফরমাশ নিয়েছিল হুয়াওয়ে।

হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের (বাংলাদেশ) কান্ট্রি ডিরেক্টর ক্যালভিন ইয়ং বলেন, ‘হুয়াওয়ে ওয়াই৯ ২০১৯’ ওয়াই সিরিজের সর্বাধুনিক স্মার্টফোন। বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের চাহিদা এ ফোন পূরণ করতে পারবে।

নতুন এ ফোনে রয়েছে নচসহ ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৪০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সুবিধাসহ কিরিন ৭১০ প্রসেসর। ৪ জিবি র‍্যামের সঙ্গে ফোনটিতে রয়েছে ৬৪ জিবির ইন্টারনাল স্টোরেজ। এর দাম ২২ হাজার ৯৯০ টাকা।