ট্যাবলেট কম্পিউটারের বাজার পড়তির দিকে

ট্যাবলেট কম্পিউটার
ট্যাবলেট কম্পিউটার

ট্যাবলেট কম্পিউটারের জনপ্রিয়তা কমছে। বাজার গবেষকেরা বলছেন, বেশ কিছুদিন ধরেই ট্যাবলেট কম্পিউটারের বিক্রি কমছে। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি) তাদের গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা গেছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিক, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে ট্যাবলেটের বৈশ্বিক বাজার ৮ দশমিক ৬ শতাংশ কমেছে। বিশ্বজুড়ে ট্যাবলেট বাজারে আসা কমে ৩ কোটি ৬৪ লাখ ইউনিট হয়েছে।

আইডিসির প্রতিবেদনে জানানো হয়, স্লেট ট্যাবলেটের বাজারও কমেছে। এ ট্যাবলেটের চাহিদা বাজারে বেশি থাকলেও গত বছরের তুলনায় এ বছরের তৃতীয় প্রান্তিকে ৭ দশমিক ৯ শতাংশ কমেছে। বছরের তৃতীয় প্রান্তিকে ৩ কোটি ১৬ লাখ ইউনিট ট্যাবলেট বাজারে এসেছে। ডেটাকেবল ট্যাবলেটের বাজার ১৩ দশমিক ১ শতাংশ কমেছে। বছরের তৃতীয় প্রান্তিকে ৪৮ লাখ ইউনিট ডেটাকেবল ট্যাব বাজারে এসেছে।

আইডিসির ট্যাবলেট বিভাগের জ্যেষ্ঠ গবেষক লরেন গুয়েনভার বলেন, ২০১৮ সালে ডেটাকেবল ট্যাবের বাজার পড়তির দিকে। ২০১৬ সালের শেষ দিক থেকে এ বাজার পড়তে শুরু করে। তবে গত অক্টোবর মাসে অ্যাপলের আইপ্যাড প্রো ও মাইক্রোসফটের সারফেস প্রোর পাশাপাশি স্যামসাং ও গুগলের নতুন পণ্য বাজারে দেখা যাচ্ছে। বছরের তৃতীয় প্রান্তিকে ট্যাবলেটের বাজার আবার ঘুরে দাঁড়াতে পারে।

আইডিসির তথ্য অনুযায়ী, ট্যাবলেট বাজারের শীর্ষে রয়েছে অ্যাপল। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দ্বিগুণ ট্যাব বাজারে আনে প্রতিষ্ঠানটি। ট্যাবলেট বাজারের দ্বিতীয় অবস্থানটি স্যামসাংয়ের। তবে গত বছরের তুলনায় এ বছর তাদের ট্যাব বিক্রি কমেছে। বাজারের তৃতীয় অবস্থানে উঠে এসেছে আমাজন। বাজারের তৃতীয় প্রান্তিকের হিসাব অনুযায়ী বাজারের চতুর্থ স্থানটি চীনের হুয়াওয়ের। শীর্ষ পাঁচে রয়েছে লেনোভো।

বাজার দখলের হিসাবে শীর্ষ পাঁচ ট্যাবলেট কম্পিউটার নির্মাতার তালিকা
অ্যাপল ২৬.৬%
স্যামসাং ১৪.৬%
আমাজন ১২%
হুয়াওয়ে ৮.৯%
লেনোভো ৬.৩%
অন্যান্য ৩১.৬%