ভিভোর দুই স্মার্টফোন

ভিভো Y71 স্মার্ট ফোনটি সোনালি ও কালো রঙে পাওয়া যাচ্ছ। ছবি: প্রেস বিজ্ঞপ্তি
ভিভো Y71 স্মার্ট ফোনটি সোনালি ও কালো রঙে পাওয়া যাচ্ছ। ছবি: প্রেস বিজ্ঞপ্তি

ফ্ল্যাগশিপ মডেলের ফোনের পাশাপাশি বাজেট স্মার্টফোনের ভেতর প্রয়োজনীয় ফিচার নিয়ে ভিভোর দুটি ফোন বাজারে রয়েছে।

ওয়াই ৭১: ২ জিবি র‍্যাম ১৬ জিবি রম নিয়ে, কোয়ালকম প্রসেসর, ফুল ভিউ ডিসপ্লে উপভোগ করার সুযোগ দিচ্ছে ভিভো Y71। এই স্মার্ট ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়াল্কম স্ন্যাপড্রাগন যা দ্বারা প্রয়োজনীয় অ্যাপ ব্যবহার করা যায়। এ ছাড়াও এর ক্যামেরায় রয়েছে ব্যাক লাইট এইচ ডি আর মুড যা দ্বারা অধিক আলোতেও নিখুঁত ছবিটি উপভোগ করা যায়। সোনালি ও কাল রঙে ৯ হাজার ৯৯০ টাকায় কেনা যাবে এই স্মার্টফোনটি।

ভিভো ওয়াই ৮১ আই ফোনের ম্যাক্সিমাম নিরাপত্তার জন্য আছে ফেস আনলক ফিচার। ছবি: প্রেস বিজ্ঞপ্তি
ভিভো ওয়াই ৮১ আই ফোনের ম্যাক্সিমাম নিরাপত্তার জন্য আছে ফেস আনলক ফিচার। ছবি: প্রেস বিজ্ঞপ্তি

ওয়াই ৮১ আই: বাংলাদেশে এভেইলেবল ভিভোর স্মার্ট ফোনগুলোর মধ্যে ৬.২২ ইঞ্চির ডিসপ্লে পাওয়া যাবে এই স্মার্ট ফোনটিতে। এ ছাড়া ক্যামেরায় রয়েছে প্রোফেশনাল মুড, যা দিচ্ছে ফটোগ্রাফির আনন্দ। ফোনের ম্যাক্সিমাম নিরাপত্তার জন্য আছে ফেস আনলক ফিচার। আর এর ৩২৬০ mAh এর ব্যাটারিতে পাওয়া যাবে অধিক সময় ব্যাকআপের নিশ্চয়তা। ২ জিবি র‍্যাম ১৬ জিবি রম নিয়ে এ ফোনের মূল্য ১২ হাজার ৯৯০ টাকা।

ফোন দুটিতে এক বছর পর্যন্ত বিক্রয় পরবর্তী সেবার নিশ্চয়তা আছে। বিস্তারিত তথ্যর জন্য www.vivo.com/bd সাইটে ঢু মারতে পারেন। প্রেস বিজ্ঞপ্তি।