লিনাক্স পাঠশালা পেল রেডহ্যাট পুরস্কার

লিনাক্স পাঠশালার পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত।
লিনাক্স পাঠশালার পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত।

মুক্ত সফটওয়্যার লিনাক্সের প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান লিনাক্স পাঠশালা ‘রেডহ্যাট ট্রেনিং পার্টনার কনফারেন্স-২০১৮’–তে পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে একটি হোটেলে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিনাক্স পাঠশালার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক এ সম্মেলনে দক্ষিণ এশিয়ার ১৫০টিও বেশি প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল। সম্মেলনে সম্মানজনক ‘রেডহ্যাট অ্যাওয়ার্ড’ পেয়েছে লিনাক্স পাঠশালা। এর বাইরে আরও চারটি বিভাগে পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।

লিনাক্স পাঠশালার প্রধান নির্বাহী নাসির উদ্দিন বলেন, দেশে লিনাক্সের ব্যবহার প্রতিনিয়তই বাড়ছে। এখন অনেকেই নিজেকে লিনাক্স এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করছেন। দেশের বিভিন্ন খাতে লিনাক্সভিত্তিক সার্ভার ও স্টোরেজের ব্যাপক ব্যবহার রয়েছে। দেশের প্রথম রেডহ্যাট ভার্চ্যুয়ালাইজেশন ও রেডহ্যাট স্টোরেজ সার্ভার ইনস্টল করে তাঁদের প্রতিষ্ঠান। এর বাইরে লিনাক্স বিষয়ে প্রশিক্ষণ দিতে কাজ করে লিনাক্স পাঠশালা।