তথ্যপ্রযুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা

আমরাই ডিজিটাল বাংলাদেশ ফোরামের অনুষ্ঠানে বক্তারা। ছবি: সংগৃহীত।
আমরাই ডিজিটাল বাংলাদেশ ফোরামের অনুষ্ঠানে বক্তারা। ছবি: সংগৃহীত।

ডিজিটাল বাংলাদেশ দ্রুত এগিয়ে চলেছে। তথ্যপ্রযুক্তির বিভিন্ন খাতে এগিয়ে গেছে দেশ। গত ১০ বছরে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রাকে তুলে ধরতে ‘ডিজিটাল বিপ্লবের ১০ বছর: শান্তি ও সমৃদ্ধির পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের উদ্যোগ ‘আমরাই ডিজিটাল বাংলাদেশ’ নামের একটি স্বেচ্ছাসেবী ফোরাম।

রাজধানীর কারওয়ান বাজারের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতির নানা বিষয় তুলে ধরেন আমরাই ডিজিটাল বাংলাদেশের উদ্যোক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজিটাল বাংলাদেশের আহ্বায়ক লিয়াকত হোসেন, শহীদ ড. আলীম চৌধুরীর মেয়ে নুজহাত চৌধুরী, ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি সুব্রত সরকার, বিটিআরসির সাবেক চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, বাংলাদেশ কল সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াহিদ জামান, বেসিসের সাবেক সভাপতি আব্দুল্লাহ কাফি প্রমুখ।