ডোমেইন ও আইটি খাতে ক্যারিয়ার নিয়ে সেমিনার

ডোমেইন অ্যান্ড আইটি সার্ভিসেস—এ নিউ এরা অব অপরচুনিটি শীর্ষক সেমিনারে বক্তারা।
ডোমেইন অ্যান্ড আইটি সার্ভিসেস—এ নিউ এরা অব অপরচুনিটি শীর্ষক সেমিনারে বক্তারা।

ডোমেইন ও আইটি খাতে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে। দেশে এ খাতে দক্ষ কর্মী তৈরি জরুরি। দেশে ইন্টারনেট করপোরেশন অব অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস বা আইক্যানের মনোনীত ডোমেইন রেজিস্ট্রার ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেড সম্প্রতি এ বিষয়ে একটি সেমিনারের আয়োজন করে। রাজধানীর বেসিস অডিটোরিয়ামে ‘ডোমেইন অ্যান্ড আইটি সার্ভিসেস—এ নিউ এরা অব অপরচুনিটি’ শীর্ষক সেমিনারে বক্তারা এ খাতের সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন।

সেমিনারে বক্তারা ডোমেইন ও হোস্টিং খাতে দেশের প্রতিষ্ঠানগুলোর অবস্থা ও এ খাতে তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন।

সেমিনারে ইনোভেডিয়াসের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতে কাজ করছেন তরুণেরা। তাঁদের জন্য সম্ভাবনাময় ক্যারিয়ার রয়েছে এ খাতে। এখানে কাজ শুরু করেছে ইনোভেডিয়াসের ‘রেজিস্ট্রো’ সেবা। এখান থেকে ডোমেইন রিসেলার সেবা পাচ্ছেন গ্রাহকেরা।

সেমিনারে উপস্থিত ছিলেন এসএসএল ওয়্যারলেস লিমিটেডের হেড অব এসএসএল কমার্স নওয়াত আশেকিন, বিডিএইচপির প্রেসিডেন্ট শাহাদাৎ হোসেন ভূঁইয়া, জেওনবিডির প্রধান নির্বাহী কাজী নাজমুস সাকিব, ইনোভেশন হাব বাংলাদেশের ফাউন্ডার চেয়ারম্যান ইমরান ফাহাদ, ব্রাইট টেকনোলজিস লিমিটেডের বিপণন কর্মকর্তা মো. সানিউল জাদিদ, এক্সনহোস্টের ব্যবস্থাপনা পরিচালক সালেহ আহমেদ, ইওয়াই হোস্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমরান হোসেন, ফাইমুস্ট সফটওয়্যারের প্রধান নির্বাহী ফয়সাল মুস্তফা, ইউওয়াই ল্যাবের হেড অব ডিজিটাল মার্কেটিং মোহাম্মদ আসিফ, ই-ক্যাব ইয়ুথ ফোরামে প্রেসিডেন্ট আসিফ আহনাফ প্রমুখ। সেমিনার পরিচালনা করেন স্টার্টআপ চট্টগ্রামের ফাউন্ডার আরাফাতুল ইসলাম আকিব।