বাজারে নতুন স্মার্টফোন 'মটোরোলা ওয়ান'

মটোরোলা ওয়ান
মটোরোলা ওয়ান

দেশের বাজারে আসছে মটোরোলার নতুন স্মার্টফোন ‘মটোরোলা ওয়ান’। অ্যান্ড্রয়েড ওয়ান প্ল্যাটফর্মের ফোনটিতে কোয়ালকম স্নাপড্রাগন ৬২৫ চিপসেট ও অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৫ দশমিক ৯ ইঞ্চির এইচডি প্লাস ম্যাক্স ভিশন নচ ডিসপ্লের স্মার্টফোনটিতে ৪ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সুবিধা থাকছে।

মটোরোলার তথ্য অনুযায়ী, ফোনটিতে তিন হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে ২০ মিনিট চার্জে ৬ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। ফোনটির পেছনে ১৩ ও ২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ও সামনে ডেপথ সেন্সিং প্রযুক্তিযুক্ত ৮ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত করা হয়েছে। এতে রয়েছে গুগল লেন্স সার্চ, যা দিয়ে যেকোনো অবজেক্ট সার্চ করার স্বাধীনতা পাওয়া যাবে।

‘মটোরোলা ওয়ান’ফোনটি অ্যান্ড্রয়েড ওয়ান হওয়ায় অ্যান্ড্রয়েডের পরবর্তী দুটি আপডেট পাওয়ার নিশ্চয়তা দেবে গুগল। দেশের বাজারে ৫ জানুয়ারি থেকে রবিশপ, গেজেট অ্যান্ড গিয়ার এবং পিকাবু ডটকমে এটি পাওয়া যাবে। এর দাম হবে ২৩ হাজার ৯৯০ টাকা।