নতুন ব্র্যান্ড হিসেবে আসছে রেডমি

রেডমিকে নতুন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করছে চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। প্রতিষ্ঠানটির শাওমির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা লেই জুন ইতিমধ্যেই নতুন লোগো প্রকাশ করেছেন। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শাওমির ছত্র ছায়া থেকে বের হয়ে নতুন ব্র্যান্ড হবে রেডমি। কোম্পানির প্রিমিয়াম মি ব্র্যান্ডের পাশেই থাকবে রেডমি ব্র্যান্ড।

নতুন ব্র্যান্ড হিসেবে ১০ জানুয়ারি প্রথম স্মার্টফোন বাজারে আসবে। আর সে ফোনে থাকবে চমক। নতুন রেডমি ফোনে একটি ৪৮ মেগাপিক্সেলে ক্যামেরা থাকবে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে সাড়া ফেলেছে ৪৮ মেগাপিক্সেলে ক্যামেরাযুক্ত নতুন ফোন।

চীনের জনপ্রিয় মাইক্রো ব্লগিং ওয়েবসাইট ওয়েবুতে এক পোস্টে জুন বলেছেন, এ মাসেই রেডমি ব্র্যান্ডের নতুন ফোন আনছেন তাঁরা। ফ্ল্যাগশিপ ফোনটি ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি করা হবে।