৮ বছরে রকমারি

রকমারি লোগো
রকমারি লোগো

বই বিক্রির ওয়েবসাইট রকমারি ডটকম আট বছরে পা দিয়েছে। রকমারি ডটকম যাত্রা শুরু করে ২০১২ সালের ১৯ জানুয়ারি। আজ শনিবার বছরপূর্তি উদ্‌যাপন করছে প্রতিষ্ঠানটি।

রকমারি ডটকমের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে অনলাইনে বই কেনার হার বেড়েছে। সাত বছর আগে ইন্টারনেট থেকে জিনিসপত্র কেনার প্রচলন ছিল না বললেই চলে। সে সময় রকমারির প্রধান নির্বাহী মাহমুদুল হাসান অনলাইনে বইয়ের দোকান হিসেবে রকমারি ডটকম চালু করেন।

রকমারি কর্তৃপক্ষ জানিয়েছে, ১০০টি বই নিয়ে শুরু হয়েছিল রকমারি। এখন ১ লাখ ৭০ হাজার বই তাদের তালিকায় রয়েছে। প্রতিদিন দুই হাজার ফরমাশ পৌঁছে দেয় রকমারি।

মাহমুদুল হাসান বলেন, ‘অন্যরকম গ্রুপের অনেকগুলো উদ্যোগের একটি রকমারি ডটকম। অনলাইনে বইয়ের বিশাল সংগ্রহ নিয়ে চালু হওয়া এই সাইট লেখক, পাঠক ও প্রকাশকদের মধ্যে মেলবন্ধন ঘটায়। দেশি ও প্রবাসী বাংলা ভাষাভাষী সব মানুষের কাছে আমরা সহজেই বই পৌঁছে দিয়ে থাকি।’