উপহারের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার 'গিফটি'

গিফটি বট।
গিফটি বট।

উপহার কেনার সময় অনেকেই ভাবনায় পড়েন। প্রিয়জনকে কী উপহার দেবেন, তার সমাধান দিতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত বট ‘গিফটি’। অনলাইন উপহার কেনাবেচার সাইট স্টাইজেন (STYGEN. GIFT) তৈরি করেছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সযুক্ত নতুন এ বট।

স্টাইজেনের বিবৃতিতে বলা হয়, গিফটি সহজেই ক্রেতাদের বিভিন্ন প্রশ্নের সমাধান দেওয়াসহ নানা রকম উপহার কেনার পরামর্শ দিতে পারবে। যাঁরা ভ্যালেনটাইনস ডে উপলক্ষে উপহার কেনার কথা ভাবছেন, তাঁদের জন্যও সুবিধা দিতে পারবে গিফটি। গিফটির কয়েকটি প্রশ্নের উত্তর দিলেই সেই উত্তরগুলো বিশ্লেষণ করে আপনার উপযোগী উপহারের পরামর্শ দেবে এ প্রোগ্রাম। এ ছাড়া উপহার কেনার ক্ষেত্রেও সাহায্য করবে সহকারী এ বট।

স্টাইজেনের কর্মকর্তারা বলছেন, এখনকার ব্যস্ত সময়ে গিফটির মতো বট নানা কাজে লাগবে। উপহার খোঁজা থেকে শুরু করে দরকারি তথ্য দিয়ে ক্রেতাদের সাহায্য করবে। গিফটি সম্পর্কে জানা যাবে http://www.stygen.gift/valentine-day-campaign/ লিংক থেকে।