পোশাকশিল্প খাতের সফটওয়্যার প্রত্যয়

বেসিস সফটএক্সপোতে নিউজেনের স্টল।
বেসিস সফটএক্সপোতে নিউজেনের স্টল।

দেশি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান নিউজেন টেকনোলজি লিমিটেড পোশাকশিল্প খাতকে স্বয়ংক্রিয় করতে প্রত্যয় নামের ইআরপি সফটওয়্যার তৈরি করেছে। প্রযুক্তিতে সমৃদ্ধি স্লোগানে শুরু বেসিসের সফটওয়্যার মেলায় তাদের নতুন সফটওয়্যার প্রদর্শন করছে নিউজেন টেকনোলজি।

পোশাকশিল্প খাতের জন্য সফটওয়্যারটি তৈরিতে ব্যাবিলন গ্রুপে প্রায় পাঁচ বছর সফটওয়্যার নিয়ে গবেষণা করা হয়। পরে সফটওয়্যারটি সাপ্লাই চেইন বিভাগে বেসিস জাতীয় পুরস্কার পায়।

নিউজেন টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী লিয়াকত হোসেন বলেন, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পকে ডিজিটালাইজেশনের আওতায় আনা জরুরি। এ খাতকে আরও উন্নত করার লক্ষ্যে তৈরি হয়েছে প্রত্যয় সফটওয়্যার