প্রতি পর্ব তৈরিতে খরচ ৬০ লাখ ডলার

গেম অব থ্রোনস
গেম অব থ্রোনস

* সিরিজের প্রথম ৭ সিজনে ১৩ হাজার ২৫০টি ভিজ্যুয়াল ইফেক্ট ব্যবহার করা হয়।

* সিরিজের প্রথম সিজনের ড্রাগন মাদার ডেনেরিস টার্গেরিয়ানের বিয়েতে ঘোড়ার হৃৎপিণ্ড কাঁচা চিবিয়ে খেতে হয়েছিল। হৃৎপিণ্ডটি ছিল ৩ পাউন্ড ওজনের গামি জেলো দিয়ে বানানো চকলেট পুডিং।

* সিরিজের ডোথরাকিদের ভাষাটি সিরিজের প্রয়োজনে সৃষ্টি করা হয়েছিল। এই ভাষার শব্দসংখ্যা প্রায় তিন হাজার।

* গেম অব থ্রোনস ইতিহাসের সবচেয়ে বেশি বাজেটের টিভি সিরিজের একটি। এর প্রতিটি পর্ব বানাতে গড়ে ৬০ লাখ ডলারের বেশি খরচ করা হয়।

* সিরিজটির জনপ্রিয়তা এতটাই যে এর চরিত্রগুলোর নামে শিশুদের নাম রাখার বিশাল রেকর্ড হয়েছে। ২০১৪ সালে শুধু যুক্তরাষ্ট্রেই প্রায় ১ হাজার ৬০০ শিশুর নাম রাখা হয় আরিয়া। ওই বছর সবচেয়ে জনপ্রিয় নামের মধ্যে আরিয়া ছিল ২১৬ নম্বরে। খালিসি নাম রাখা হয় ৩৬৬ জন শিশুর। এ ছাড়া টাইরিওন, থিওন নামও রাখা হয়।

* তুরস্কের সেনাবাহিনীর সদস্যদের জন্য এই টিভি সিরিজ দেখা নিষিদ্ধ।

* প্রতি পর্বের শুরুতে দেখানো ঘড়ির মতো যন্ত্রটি লেওনার্দো দা ভিঞ্চির নকশা থেকে অনুপ্রাণিত।

* প্রতি পর্বের শুরুতে মানচিত্র দিয়ে ইন্ট্রো ওই পর্বে কী কী হবে, সে সম্পর্কে ধারণা দেয়।

* হয়তো তিন সেকেন্ডের একটি দৃশ্য, অথচ সেটির সেট তৈরিতে কখনো কয়েক সপ্তাহ লেগে যায়, আর চিত্র ধারণ করতে লেগে যায় পুরো দিন।

* টাইরিওন ল্যানিস্টার (পিটার ডিঙ্কলেজ) বাস্তবে নিরামিষাশী। শোতে দেখানো তার মাংস খাওয়ার দৃশ্যে সেগুলো আসল মাংস নয়।

* সিরিজের আয়রন থ্রোন বানাতে সময় লাগে দুই মাস এবং আক্ষরিক অর্থেই এতে প্রচুর তরবারি ব্যবহার করা হয়েছে।

* রব স্টার্কের স্ত্রীর চরিত্রে অভিনয় করা ট্যালিসা স্টার্ক বাস্তবে চার্লি চ্যাপলিনের নাতনি উনা চ্যাপলিন।

* সিরিজের অন্যতম ঘৃণিত আর জনপ্রিয় চরিত্র সার্সি ল্যানিস্টার চরিত্রের লিনা হেইডি বাস্তবে পিটার ডিঙ্কলেজের বাস্তব জীবনের ঘনিষ্ঠ বন্ধু। সিরিজে লিনা হেইডিকে ডিঙ্কেলেজের অনুরোধেই নেওয়া হয়েছিল।

* চিত্রনাট্য যেন কোনোভাবেই ফাঁস না হয়, সে জন্যই একাধিক ভুয়া চিত্রনাট্য বানিয়ে রাখতেন নির্মাতারা।

* আইম্যাক্স থিয়েটারে দেখানো প্রথম টিভি সিরিজ গেম অব থ্রোনস।

* সিরিজের দ্য মাউন্টেন বাস্তবেও দৈত্যের মতোই শক্তিশালী। ৩০ ফুট লম্বা এবং ৬৫০ কেজি ওজনের কাঠের গুঁড়ি উত্তোলনের মাধ্যমে তিন হাজার বছরের পুরোনো রেকর্ড ভেঙে ফেলেছিলেন।

* কিং জেফ্রি ব্যারাথিওন চরিত্রটি তৈরি করা হয়েছে রোম সম্রাট কালিগুলির বাস্তব চরিত্র থেকে।

* আরিয়া স্টার্ক চরিত্রের অভিনেত্রী মেইজি উইলিয়ামস এক সাক্ষাৎকারে বলেন, যখনই তাঁর ভক্তদের সঙ্গে দেখা হয়, তখনই তাঁরা তাঁর বানানো হত্যার তালিকা শুনতে চান। আর সে কারণেই ঘুমানোর আগে তা তিনি বারবার স্মরণ করতেন।

গ্রন্থনা: রাকিবুল হাসান

সূত্র: ইনসাইডার, ফ্যাক্ট রিপাবলিক, বোরডপান্ডা