টিকে থাকতে উদ্ভাবন বজায় রাখুন : মা হুয়েতাং

টেনসেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মা হুয়েতাং
টেনসেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মা হুয়েতাং

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধে টিকে থাকতে স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আরও উদ্ভাবনমূলক ও আস্থাশীল হওয়ার কথা বলেন চীনা বহুজাতিক প্রতিষ্ঠান টেনসেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মা হুয়েতাং। গত মঙ্গলবার চীনের ইউনান প্রদেশে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘প্রযুক্তিগত উন্নয়নের দিক দিয়ে চীন অনেক এগিয়েছে। এখন আর বাইরের আমদানি করা প্রযুক্তির উন্নয়ন ঘটিয়ে স্থানীয় বাজার দখলের তেমন সুযোগ নেই। যেভাবে জেডটিই এবং হুয়াওয়ের ঘটনা তীব্র হচ্ছে, এই বাণিজ্যযুদ্ধ শেষে প্রযুক্তির যুদ্ধে পরিণত হয় কি না, তা-ই এখন দেখার বিষয়।’

সম্প্রতি যুক্তরাষ্ট্র-চীনের মধ্যের আলোচনা থেকে দেখা যায় চীনের শেনঝেনভিত্তিক টেলিযোগাযোগ এবং স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো এই বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়েছে। মার্কিন প্রতিষ্ঠানগুলোকে হুয়াওয়ের কাছে যেকোনো ধরনের প্রযুক্তি ও যন্ত্রাংশ বিক্রি করতে নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। যার কারণে গুগলের বিভিন্ন সেবাসহ, কোয়ালকম ও ইনটেলের চিপসেট এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে সব ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছে হুয়াওয়ে

এদিকে বিশ্ববাজারে উদ্ভাবনে চীনের আধিপত্য থাকলেও অনেক চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানকে আমদানি করা প্রযুক্তি ও সেবার ওপর নির্ভর করতে হয়। বাণিজ্যযুদ্ধের কারণে এখন চীন-যুক্তরাষ্ট্র দুই দেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ক্ষতির সম্মুখীন হতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে।

তবে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার ফলে প্রযুক্তিগত দিক দিয়ে তাদের প্রতিষ্ঠান আরও স্বনির্ভর হবে বলে জানান হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেই। এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা চেষ্টা করব নিজস্ব চিপসেট আর অপারেটিং সিস্টেম তৈরি করার। অপারেটিং সিস্টেম তৈরি করা তেমন কঠিন কাজ না। তবে ইকোসিস্টেম অনেক বড় প্রকল্প, যা প্রস্তুত করতে অনেক সময় লাগবে।’
সূত্র: টেকক্রাঞ্চ