তরুণ শিক্ষার্থীদের অ্যাপ 'লিট ফেস্ট'

লিট ফেস্ট অ্যাপ তৈরি করেছে তিন শিক্ষার্থী।
লিট ফেস্ট অ্যাপ তৈরি করেছে তিন শিক্ষার্থী।

‘লিট ফেস্ট’ নামে বাংলা টেক্সট ও গল্পের বই পড়ার অ্যাপ তৈরি করেছে দ্য আগা খান স্কুলের একাদশ শ্রেণির শিক্ষার্থী মন্ময় মাহাদী ও তাঁর দল। এ দলে আরও রয়েছে তাঁর সহপাঠী তাওহীদ খালেদ চৌধুরী ও মেহেরীন মির্জা। হংকংভিত্তিক ইয়াং ফাউন্ডারস স্কুলের বাংলাদেশ চ্যাপটার আয়োজিত উদ্যোক্তা প্রতিযোগিতায় দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে মন্ময় ও তার দলের বানানো এ প্রজেক্ট ‘লিট ফেস্ট।’

গত ২০ ও ২১ জুলাই রাজধানীর বনানীতে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও কার্যালয়ে দুই দিনব্যাপী এ বুটক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে প্রতিযোগীদের শেখানো হয় ব্যবসার পরিকল্পনা ও অ্যাপভিত্তিক নানা বিষয়। এ প্রকল্পে ঢাকার বিভিন্ন স্কুল-কলেজের ১০ দল অংশগ্রহণ করে। লিট ফেস্ট অ্যাপের আউটলাইন প্রজেক্ট তৈরি করে জুরি বোর্ডের সামনে উপস্থাপন করে মন্ময় ও তার দল।

মন্ময় মাহদীর ভাষ্য, লাইব্রেরি হিসেবে ব্যবহার করা যাবে এমন ধারণা থেকে অ্যাপটি তৈরি করা হয়। এখানে মাসিক চাঁদার বিনিময়ে যেকেউ বই পড়ার সুযোগ পাবেন। এখানে টেক্সট বইয়ের পাশাপাশি নানা গল্পের বই থাকবে। এ ছাড়া নিজের লেখা, গল্প প্রকাশ করার সুযোগ থাকবে।