শিশু কিশোরদের জন্য স্পেস ইনোভেশন ক্যাম্প

স্পেস ইনোভেশন অ্যাপ
স্পেস ইনোভেশন অ্যাপ

দেশে নার্সারি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্পেস ইনোভেশন ক্যাম্পের আয়োজন করছে বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও নাসা সায়েন্টিফিক প্রবলেম সলভার বাংলাদেশ। আয়োজকেরা জানান, ১০ থেকে ১২ অক্টোবর তিন দিনের এ আয়োজন প্রথমবারের মতোই দেশে আয়োজন করা হবে।

আয়োজনে রকেট তৈরি ও উড়ানোর ওয়ার্কশপ, মহাকাশ রোবট তৈরি, প্রোগ্রামিং, টিম ওয়ার্কসহ নানা বিষয়ে প্রশিক্ষণ পাওয়া যাবে। এতে এক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ থাকবে।

সায়েন্টিফিক প্রবলেম সলভার বাংলাদেশের প্রধান আরিফুল হাসান বলেন, ‘শিশু কিশোরদের মহাকাশ বিজ্ঞান নিয়ে নতুন আবিষ্কারে উৎসাহ দিতে এ আয়োজন। দেশে রকেট বিজ্ঞানী তৈরিতে ১০ বছরের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। আয়োজনের বিস্তারিত জানা যাবে spacecampbd. com সাইট থেকে।’