অ্যাপলের 'চমক' দেখুন

>

দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে নতুন আইফোনের ঘোষণা দিয়েছে অ্যাপল। ১০ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় আইফোন ১১ উন্মোচন করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। যুক্তরাষ্ট্রের কুপারটিনোর স্টিভ জব থিয়েটারে আইফোন ১১ উন্মোচন করেছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। নতুন আইফোন ঘিরে অ্যাপলপ্রেমীদের প্রত্যাশা থাকে ব্যাপক। এবারের আইফোন ঘোষণার অনুষ্ঠানে তাদের বেশ কিছু চমক দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক কুপারটিনোর স্টিভ জবস থিয়েটারে নতুন আইফোনের ঘোষণার পাশাপাশি মূল বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে অ্যাপল আইফোন ছাড়াও নতুন আইপ্যাড ও অ্যাপল ওয়াচের ঘোষণা দিয়েছে। ছবি: এএফপি
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক কুপারটিনোর স্টিভ জবস থিয়েটারে নতুন আইফোনের ঘোষণার পাশাপাশি মূল বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে অ্যাপল আইফোন ছাড়াও নতুন আইপ্যাড ও অ্যাপল ওয়াচের ঘোষণা দিয়েছে। ছবি: এএফপি
অ্যাপলের বিপণন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার অ্যাপলের প্রধান কার্যালয়ে নতুন আইফোন ঘোষণার মঞ্চে নতুন ফিচার নিয়ে কথা বলেন। মঙ্গলবার রাতে আইফোন ১১, ১১ প্রো ও আইফোন ১১ প্রো ম্যাক্স নামের তিনটি মডেল বাজারে আনার ঘোষণা এসেছে। এতে আলট্রাওয়াইড ক্যামেরা যুক্ত হয়েছে। আইফোন ১১ মডেলের দাম শুরু হচ্ছে ৬৯৯ মার্কিন ডলার থেকে। ছবি: এএফপি
অ্যাপলের বিপণন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার অ্যাপলের প্রধান কার্যালয়ে নতুন আইফোন ঘোষণার মঞ্চে নতুন ফিচার নিয়ে কথা বলেন। মঙ্গলবার রাতে আইফোন ১১, ১১ প্রো ও আইফোন ১১ প্রো ম্যাক্স নামের তিনটি মডেল বাজারে আনার ঘোষণা এসেছে। এতে আলট্রাওয়াইড ক্যামেরা যুক্ত হয়েছে। আইফোন ১১ মডেলের দাম শুরু হচ্ছে ৬৯৯ মার্কিন ডলার থেকে। ছবি: এএফপি
অ্যাপলের আইফোন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক কিয়ানান ড্র্যান্স নতুন আইফোনের ফিচার তুলে ধরেন। অনুষ্ঠানে ৬.১ ইঞ্চি মাপের লিকুইড রেটিনা ডিসপ্লের আইফোন ১১ সম্পর্কে তথ্য তুলে ধরেন তিনি। ছবি: এএফপি
অ্যাপলের আইফোন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক কিয়ানান ড্র্যান্স নতুন আইফোনের ফিচার তুলে ধরেন। অনুষ্ঠানে ৬.১ ইঞ্চি মাপের লিকুইড রেটিনা ডিসপ্লের আইফোন ১১ সম্পর্কে তথ্য তুলে ধরেন তিনি। ছবি: এএফপি
অ্যাপলের বিপণন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার ১১ প্রো আইফোন মডেলের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে ও তিন ক্যামেরা সেটআপ ফিচারগুলো দর্শকদের সামনে তুলে ধরেন। ছবি: এএফপি
অ্যাপলের বিপণন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার ১১ প্রো আইফোন মডেলের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে ও তিন ক্যামেরা সেটআপ ফিচারগুলো দর্শকদের সামনে তুলে ধরেন। ছবি: এএফপি
ফিল শিলার নতুন আইফোনের ক্যামেরা নিয়ে কথা বলেন। আইফোন ১১ প্রো ও আইফোন ১১ প্রো ম্যাক্সে পেছনের তিনটি ক্যামেরার প্রতিটিই ১২ মেগাপিক্সেলের। এর একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আরেকটি আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল, অন্যটি টেলিফোটো ক্যামেরা। তিন ক্যামেরার কৌশলে ছবির ডিটেইলস পাওয়া যাবে অনেক বেশি। ছবি: এএফপি
ফিল শিলার নতুন আইফোনের ক্যামেরা নিয়ে কথা বলেন। আইফোন ১১ প্রো ও আইফোন ১১ প্রো ম্যাক্সে পেছনের তিনটি ক্যামেরার প্রতিটিই ১২ মেগাপিক্সেলের। এর একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আরেকটি আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল, অন্যটি টেলিফোটো ক্যামেরা। তিন ক্যামেরার কৌশলে ছবির ডিটেইলস পাওয়া যাবে অনেক বেশি। ছবি: এএফপি
ছয় রঙের আইফোন ১১ বাজারে মিলবে শিগগিরই। নতুন আইফোন ঘিরে অ্যাপলপ্রেমীদের মধ্যে আগ্রহ দেখা যায়। ছবি: এএফপি
ছয় রঙের আইফোন ১১ বাজারে মিলবে শিগগিরই। নতুন আইফোন ঘিরে অ্যাপলপ্রেমীদের মধ্যে আগ্রহ দেখা যায়। ছবি: এএফপি
নতুন আইফোন ঘোষণার অনুষ্ঠানে কয়েকটি রঙের আইফোন দর্শকদের সামনে প্রদর্শন করা হয়। এসব আইফোন শিগগিরই বাজারে চলে আসবে। ছবি: এএফপি
নতুন আইফোন ঘোষণার অনুষ্ঠানে কয়েকটি রঙের আইফোন দর্শকদের সামনে প্রদর্শন করা হয়। এসব আইফোন শিগগিরই বাজারে চলে আসবে। ছবি: এএফপি
অ্যাপলের নতুন পণ্য হিসেবে বাজারে আসছে নতুন অ্যাপল ওয়াচ। ১০ সেপ্টেম্বরের অনুষ্ঠানে নতুন অ্যাপল ওয়াচ সিরিজ ৫ ও সিরিজ ৩ ঘোষণা দেওয়া হয়। এতে ব্যবহৃত হয়েছে অলওয়েজ অন ডিসপ্লে। ছবি: এএফপি
অ্যাপলের নতুন পণ্য হিসেবে বাজারে আসছে নতুন অ্যাপল ওয়াচ। ১০ সেপ্টেম্বরের অনুষ্ঠানে নতুন অ্যাপল ওয়াচ সিরিজ ৫ ও সিরিজ ৩ ঘোষণা দেওয়া হয়। এতে ব্যবহৃত হয়েছে অলওয়েজ অন ডিসপ্লে। ছবি: এএফপি
নতুন আইফোনের ঘোষণা দেওয়ার আগে সপ্তম প্রজন্মের আইপ্যাডের ঘোষণা দিয়েছে অ্যাপল। ১০.২ ইঞ্চি মাপের রেটিনা ডিসপ্লেযুক্ত নতুন আইপ্যাডের দাম শুরু হবে ৩২৯ মার্কিন ডলার থেকে। ছবি: এএফপি
নতুন আইফোনের ঘোষণা দেওয়ার আগে সপ্তম প্রজন্মের আইপ্যাডের ঘোষণা দিয়েছে অ্যাপল। ১০.২ ইঞ্চি মাপের রেটিনা ডিসপ্লেযুক্ত নতুন আইপ্যাডের দাম শুরু হবে ৩২৯ মার্কিন ডলার থেকে। ছবি: এএফপি
এবারের আইফোনে ক্যামেরা ফিচারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অ্যাপল। আইফোন ১১-তে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স-সংবলিত ডুয়েল রিয়ার ক্যামেরার সংযুক্তি রয়েছে। পেছনের এই দুটি ক্যামেরাই ১২ মেগাপিক্সেলের। ১১ প্রো সংস্করণে পেছনে তিন ক্যামেরা সেটআপ রয়েছে। ছবি: এএফপি
এবারের আইফোনে ক্যামেরা ফিচারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অ্যাপল। আইফোন ১১-তে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স-সংবলিত ডুয়েল রিয়ার ক্যামেরার সংযুক্তি রয়েছে। পেছনের এই দুটি ক্যামেরাই ১২ মেগাপিক্সেলের। ১১ প্রো সংস্করণে পেছনে তিন ক্যামেরা সেটআপ রয়েছে। ছবি: এএফপি