পিসির বাজার চাঙা

উইন্ডোজ পিসি। ছবি: এএফপি
উইন্ডোজ পিসি। ছবি: এএফপি

পিসি নির্মাতাদের জন্য চলতি বছরের তৃতীয় প্রান্তিক, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বেশ ভালো সময় কেটেছে। গত কয়েক প্রান্তিকের তুলনায় এ সময় পিসির শিপমেন্ট বেড়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার বলেছে, গত প্রান্তিকে বৈশ্বিক পিসি শিপমেন্টের হার ১ দশমিক ১ শতাংশ বেড়েছে। গতকাল শুক্রবার গার্টনার ওই প্রতিবেদন প্রকাশ করেছে। খবর আইএএনএসের।

গার্টনারের তথ্য অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ৬ কোটি ৮০ লাখ ইউনিট পিসি বাজারে এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ লাখ ইউনিট বেশি। গত কয়েক প্রান্তিকের তুলনায় কম্পিউটার যন্ত্রাংশের দাম কমায় এ সময় পিসি বিক্রেতাদের লাভের পরিমাণও বেড়েছে। গত কয়েক প্রান্তিকে এসএসডি ড্রাইভ ও ডিআরএএমের দাম কমেছে।

তৃতীয় প্রান্তিকে শীর্ষ তিন পিসি বিক্রেতার তালিকায় রয়েছে লেনোভো, এইচপি ও ডেল। এ তিন কোম্পানির পিসির বিক্রি বেড়েছে। এর পাশাপাশি তৃতীয় প্রান্তিকে এসার গ্রুপের পিসির বিক্রিও বেড়েছে।

গার্টনারের জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা মিকাকো কিতাগাওয়া বলেন, উইন্ডোজ ১০-এর রিফ্রেশ সাইকেলের কারণে পিসি বিক্রির হার বেড়েছে। অনেকেই পুরোনো উইন্ডোজ পিসি ছেড়ে উইন্ডোজ ১০-চালিত পিসিতে আসছেন। তাই বিশ্বের বিভিন্ন অঞ্চলে পিসির চাহিদা বাড়ছে। তবে বাজারে ইনটেল সিপিইউয়ের সংকট রয়েছে। এ কারণে অন্য সিপিইউ নির্মাতাদের জন্য গত প্রান্তিকে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। ইনটেলের আধিপত্যের বাজারে কোয়ালকম ও এএমডি আবার তাদের জায়গা ধরতে চাইছে।