৩০০ গেমার নিয়ে গেমিং প্রতিযোগিতা

তরুণদের নিয়ে গেমিং প্রতিযোগিতা। ছবি: স্টার টেকের সৌজন্যে
তরুণদের নিয়ে গেমিং প্রতিযোগিতা। ছবি: স্টার টেকের সৌজন্যে

তরুণ ৩০০ গেমার নিয়ে গেমিং প্রতিযোগিতা ‘ব্যাটল অব গ্লোরি’ আয়োজন করছে স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রগতি সরণি শাখার বর্ষপূর্তি উপলক্ষে ২৪ ও ২৫ অক্টোবর দুই দিনের ‘ইয়ুথ ফেস্ট’ উপলক্ষে এ গেমিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

স্টার টেক এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘ব্যাটল অব গ্লোরি’ নামের প্রতিযোগিতায় ‘ফিফা-২০১৯’ গেমটিতে প্রতিযোগিতা করবে দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থী। প্রতিযোগিতায় বিজয়ীরা পাবেন ৩৫ হাজার টাকার পুরস্কার।

ইয়ুথ ফেস্টে গেমিং প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন ইনডোর গেমে অংশ নেওয়া যাবে। গেম খেলতে নিবন্ধন করা যাবে www.startech.com.bd সাইটে।