মোবাইল অ্যাপ ও গেম বিষয়ে প্রশিক্ষণ

মোবাইল অ্যাপ ও গেম বিষয়ে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ আইটি ইনস্টিটিউট ও লজিক্যাল ট্রায়াঙ্গেল। ছবি: বাংলাদেশ আইটি ইনস্টিটিউটের সৌজন্যে
মোবাইল অ্যাপ ও গেম বিষয়ে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ আইটি ইনস্টিটিউট ও লজিক্যাল ট্রায়াঙ্গেল। ছবি: বাংলাদেশ আইটি ইনস্টিটিউটের সৌজন্যে

সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীন মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন (প্রথম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ‘মোবাইল অ্যাপ ও গেম’ উন্নয়নে প্রশিক্ষণ দিতে শুরু করেছে বাংলাদেশ আইটি ইনস্টিটিউট ও লজিক্যাল ট্রায়াঙ্গল নামের দুটি প্রতিষ্ঠান। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে পাঁচ মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান দুটি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসচিব এবং মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প পরিচালক মোহাম্মদ আবদুল হাই। তিনি বলেন, ‘সরকারের এ উদ্যোগের ফলে দেশের তরুণেরা মোবাইল অ্যাপ ও গেম উন্নয়নে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পাবেন। আগ্রহী ব্যক্তিদের নিয়মিতভাবে প্রশিক্ষণে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

লজিক্যাল ট্রায়াঙ্গলের প্রধান নির্বাহী ফখরুল হাসান বলেন, ‘সরকারের সহায়তায় বেসরকারি প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণ দিতে কাজ করছে। এর মাধ্যমে দেশকে একটি আধুনিক, প্রযুক্তিবান্ধব ও উন্নত করা যাবে।’

আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী মহিবুর রহমান বলেন, ‘সবাই মিলে চেষ্টা করলে মেধাবী তরুণদের পেশাদারির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাবে।’

অনুষ্ঠানে প্রশিক্ষণ নিতে আগ্রহী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।