মধ্যপ্রাচ্যে যাত্রা শুরু করল দেশি সফটওয়্যার

পিএমঅ্যাস্পায়ার লোগো
পিএমঅ্যাস্পায়ার লোগো

দেশের প্রকল্প ব্যবস্থাপনা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান পিএমঅ্যাস্পায়ার মধ্যপ্রাচ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। ইতিমধ্যে দুবাইয়ে আঞ্চলিক শাখা স্থাপন করে সফটওয়্যার বিপণন কর্মসূচিও শুরু করেছে প্রতিষ্ঠানটি। বিশ্বজুড়ে প্রকল্প ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত লোকজনকে সাহায্য করার লক্ষ্যে পিএমঅ্যাস্পায়ার সফটওয়্যার তৈরি করেছে।

বিশ্বের প্রায় ১০০টি দেশের মানুষকে প্রকল্প ব্যবস্থাপনায় সহায়তা করে এটি। বিশ্বের প্রথম একাধিক ভাষা সমর্থনযোগ্য ই-লার্নিং ট্রেনিং এবং পিএমপি এক্সাম সিমুলেটর। সফটওয়্যারটি ইংরেজি, আরবি, স্প্যানিশ, পর্তুগিজ, জার্মান, চীনা ও ফরাসি ভাষা সমর্থন করে।

পিএমঅ্যাস্পায়ারের প্রধান নির্বাহী আবদুল্লাহ আল মামুন বলেন, উপসাগরীয় দেশগুলোতে পিএমঅ্যাস্পায়ারের ১০ জন অংশীদার রয়েছে। সেখানের বাজার ধরার সম্ভাবনা দেখে কার্যক্রম শুরু করা হয়েছে। বিজ্ঞপ্তি।