৩ ঘণ্টায় ১০ হাজার ফরমাশ

বাংলাদেশের ই-কমার্স খাতে ক্রেতাদের সাড়া বেড়েছে। দেশীয় ই-কমার্স প্ল্যাটফর্ম প্রিয়শপ ডটকম দাবি করেছে, সম্প্রতি তাদের ‘মেগা হ্যাপি আওয়ার’ কর্মসূচিতে তিন ঘণ্টায় প্রায় ১০ হাজার মানুষ পণ্যের ফরমাশ দেন। বিশেষ মূল্য ছাড়, বিনা মূল্যে ডেলিভারি ও বিকাশ বা ক্রেডিট কার্ডের ক্যাশব্যাক সুবিধা দিয়ে মেগা হ্যাপি আওয়ার কর্মসূচি চালানো হয়।

প্রিয়শপ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম বলেন, ক্রেতাদের অনলাইন কেনাকাটায় উদ্বুদ্ধ করতে হ্যাপি আওয়ার চালু করা হয়। গ্রাহকদের চাহিদার ওপর ভিত্তি করে মূল্য ছাড় দেওয়া হয়। অনলাইন কেনাকাটায় গ্রাহকদের প্রচুর সাড়া পেয়েছেন তাঁরা। অনলাইনে ঝামেলাবিহীন কেনাকাটায় সচেতনতা সৃষ্টিতে কাজ করছে প্রিয়শপ। বিজ্ঞপ্তি।