আইটি ইনকিউবেটরে স্টার্টআপ জমা দেওয়ার সুযোগ

বাংলালিংক আইটি ইনকিউবেটরে আবেদন গ্রহণ চলছে। ছবি: বাংলালিংকের সৌজন্যে
বাংলালিংক আইটি ইনকিউবেটরে আবেদন গ্রহণ চলছে। ছবি: বাংলালিংকের সৌজন্যে

আইটি ইনকিউবেটরের তৃতীয় ব্যাচের স্টার্টআপ বাছাই–প্রক্রিয়া শুরু করেছে বাংলালিংক। স্টার্টআপ বা উদ্যোক্তারা ২৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। বাংলালিংক এবং সরকারের আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ যৌথভাবে ২০১৬ সাল থেকে এ কার্যক্রম শুরু করে।

নির্বাচিত স্টার্টআপগুলোকে অবকাঠামো, উপকরণ ও নির্দেশনাগত সহায়তা প্রদান করে বাংলালিংক। প্রাথমিকভাবে স্টার্টআপগুলোকে তাদের অভিনব পরিকল্পনা, ব্যবসায়িক সম্ভাবনা এবং দলগত শক্তিমত্তার ভিত্তিতে নির্বাচন করা হয়। নির্বাচিত স্টার্টআপগুলো তাদের কার্যক্রম পরিচালনা করতে কারওয়ান বাজারে অবস্থিত জনতা টাওয়ারে জায়গা, অনলাইনে শিক্ষা সহায়তামূলক কার্যক্রমে বিনা মূল্যে অংশগ্রহণের সুযোগ পায়। আবেদন জমা দেওয়া যাবে বাংলালিংকের ইনকিউবেটর পেজে। বিজ্ঞপ্তি