গণমাধ্যম আইন, নৈতিকতা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ে অনলাইন কোর্স

গণমাধ্যম আইন, নৈতিকতা ও ডিজিটাল সুরক্ষাবিষয়ক অনলাইন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকেরা। ছবি: সংগৃহীত
গণমাধ্যম আইন, নৈতিকতা ও ডিজিটাল সুরক্ষাবিষয়ক অনলাইন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকেরা। ছবি: সংগৃহীত

সংবাদকর্মী, শিক্ষার্থী, অধিকারকর্মীসহ অনলাইন ব্যবহারকারীদের গণমাধ্যম আইন, নৈতিকতা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ে জানাতে চালু হচ্ছে বিশেষ অনলাইন কোর্স। জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয়ের (বিএমজেড) একটি প্রকল্পের অংশ হিসেবে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন আর্টিকেল নাইনটিন ও জার্মান গণমাধ্যম উন্নয়ন সংস্থা ডিডব্লিউ অ্যাকাডেমি এ কোর্স তৈরি করেছে।

গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে অনলাইন কোর্সের উদ্বোধনের পাশাপাশি বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার ওপর গবেষণা প্রকাশ করা হয়। দেশে সাংবাদিকতায় প্রযুক্তির ব্যবহার নিয়ে ৬টি প্রকল্পও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ১০ সপ্তাহের অনলাইন কোর্সটিতে ডিজিটাল অধিকার ও নিরাপত্তা, গণমাধ্যম আইন ও গণমাধ্যম নৈতিকতা বিষয়গুলো থাকবে। কোনো খরচ ছাড়াই ইন্টারনেট সংযোগ থাকলে স্মার্টফোন ও কম্পিউটার থেকে কোর্সটি করা যাবে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে www.banglatutorial-media.org ঠিকানায় কোর্সটি করা যাবে। বিজ্ঞপ্তি