ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি ডে এবার অনলাইনে

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পড়াশোনা-ক্যারিয়ার হিসেবে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে ও তাদের উ

ৎসাহিত করতে প্রতিবছরের ২৩ এপ্রিল পালিত হয় ‘ইন্টারন্যাশন্যাশল গার্লস ইন আইসিটি ডে’। বিশ্বের নানা দেশে সভা-সেমিনারসহ থাকে বিভিন্ন কর্মসূচি। তবে এবারের বাস্তবতা একটু ভিন্ন। এবারের এসব কর্মসূচি পালিত হচ্ছে অনলাইনে। বিশ্বের বিভিন্ন দেশে অনলাইনে আলোচনা, সেমিনার, কর্মশালাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে।
করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশেও দিবসটির নানা আয়োজন চলছে অনলাইনে। ২০ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী আয়োজন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। সপ্তাহব্যাপী এ আয়োজনে করোনার পর আইসিটি সেক্টরে মেয়েদের সুযোগ-সুবিধা, ফ্রিল্যান্সিংয়ে মেয়েদের সুযোগ-সুবিধা, অনলাইনে নিরাপত্তা, কোডিং ও সংস্কৃতিচর্চা ও গল্প-আড্ডায় প্রোগ্রামিং সেশন শেষ হয়েছে।
আগামীকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় থাকবে ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু নিয়ে কর্মশালা। বেলা ৩ টায় সিভি রাইটিং ও সন্ধ্যা ৭টায় থাকবে গ্রাফিক ডিজাইন ও ওয়েবডিজাইন নিয়ে কর্মশালা। শনিবার বেলা ১১টায় বিদেশে আইসিটি ক্যারিয়ার ও বেলা ৩ টায় বাংলাদেশের নারী টেক লিডারদের সঙ্গে অনলাইন ক্যারিয়ার সেশনের আয়োজন করা হয়েছে।
এসব ইভেন্ট বিডিওএসএনের ওয়েবসাইট ও ফেসবুক পেজে দেখা যাবে।