সৌদি প্রবাসীদের জন্য ইমোতে স্বাস্থ্যসেবার কল সেন্টার

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমোতে সৌদি প্রবাসীদের জন্য মেডিকেল কল সেন্টার ও হটলাইন চালু করেছে সরকার। ইমোর জন্য দেওয়া নম্বরে কল করে নিকটস্থ চিকিৎসকের সেবা নেওয়া যাবে।

দেশি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সিনেসিস আইটির পরিচালনা করবে এ কল সেন্টার। এর নকশা ও মডেল তৈরি করেছে তথ্য প্রযুক্তি বিভাগের অধীনে সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি। এ কল সেন্টারের অধীনে দেওয়া ইমো নম্বরগুলো হচ্ছে-+8801400611995, +8801400611996, +8801400611997, +8801400611998, +8801958105020 আর হটলাইন নম্বরটি হচ্ছে +8809611999111
নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে সকাল ৯ টা থেকে রাত ৯টা পর্যন্ত কল করতে পারবেন প্রবাসীরা। ইতিমধ্যে ৫০ জন চিকিৎসক এ সেবায় যুক্ত হয়েছেন। প্রবাসীরা কল করলে তা বাংলাদেশের কল সেন্টার ঘুরে নিবন্ধিত চিকিৎসকের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হবে।