ইলন মাস্ক আবার বাবা হলেন

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। ছবি: রয়টার্স
টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। ছবি: রয়টার্স

ইলন মাস্কের বান্ধবী সংগীতশিল্পী গ্রিমস এই জুটির প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। গতকাল সোমবার সন্তানের জন্মের খবর টুইটারে পোস্ট করে মাস্ক বলেছেন, মা ও সন্তান ভালো আছে।

২০১৮ সাল থেকে মাস্ক (৪৮) ও গ্রিমস (৩২) প্রেম করছিলেন।

সন্তান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি মাস্ক। এটা গ্রিমসের প্রথম সন্তান হলেও মাস্কের ৫ ছেলে রয়েছে। তাঁর তিনবার বিবাহবিচ্ছেদ ঘটেছে। এর মধ্যে একজনের সঙ্গেই দুবার বিবাহ বিচ্ছেদ ঘটে।

গ্রিমসের পুরো নাম ক্লেয়ার বাউচার। জানুয়ারিতে ইনস্টাগ্রামে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন তিনি।

এই জুটি সংগীত ও ব্যবসায়িক উভয় জগতকে অবাক করে ২০১৮ সালে মেট গালায় একসঙ্গে প্রথম দেখা দেন, যা আলোড়ন সৃষ্টি করে।

গত সপ্তাহ থেকে মাস্ক টেসলার শেয়ার নিয়ে টুইট করে আলোচনায় রয়েছেন। মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী হিসেবে তাঁর শেয়ারের দাম খুব বেশি বলে একটি টুইট করার কোম্পানির মূল্যমান ১৪ বিলিয়ন ডলার হাওয়া হয়ে যায়।

টুইট করে গোলযোগ বাধানোর ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০১৮ সালে, নিউ ইয়র্ক স্টক মার্কেটে টেসলার ভবিষ্যতের বিষয়ে একটি টুইট করায় তাঁকে ২ কোটি ডলার জরিমানা করা হয়।