নতুন কিছু ভাবো, নতুন কিছু করো: টিম কুক

টিম কুক
টিম কুক

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রয়াত সহযোগী প্রতিষ্ঠাতা স্টিভ জবসের চারটি শব্দ বিখ্যাত হয়ে আছে। ২০০৫ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ভাষণে তিনি ওই চার শব্দ বলেছিলেন,'স্টে হাংগ্রি, স্টে ফুলিশ'। তিনি যা বোঝাতে চেয়েছেন, তা হলো ক্ষুধার্ত থেকো, বোকা থেকো।

ঠিক ১৫ বছর পরে তাঁরই উত্তরসূরী অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক করোনাভাইরাস মহামারির এক কঠিন সময়ে চারটি শব্দ বলেছেন। এক ভিডিও বার্তায় ওহাইয়ো স্টেটের সমাবর্তনে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, 'থিংক আনিউ, অ্যাক্ট আনিউ।' অর্থ দাঁড়াচ্ছে, নতুন কিছু ভাবো, নতুন কিছু করো।

শিক্ষার্থীদের উদ্দেশে টিম কুক বলেন, 'আপনি যেটিকে নিশ্চিত বলে মনে করেছিলেন, এর চেয়ে আরও ভালো ভবিষ্যৎ গড়ুন এবং ভীতিকর এ সময়ে আমাদের আবারও আশার পথ দেখান।

অ্যাপলের প্রধান নির্বাহী বলেন, এই অস্বাভাবিক পরিস্থিতিকে সম্মানের ব্যাজ হিসেবে পরে নিন। যাঁরা ঐতিহাসিক চ্যালেঞ্জের সময়টাকে চোখ ও হৃদয় খোলা রেখে গ্রহণ করেন এবং সে অনুযায়ী প্রচেষ্টা চালান, তাঁরা অন্যদের জীবনে দারুণ প্রভাব রেখে যেতে পারেন।

অ্যাপলে নিজের যুক্ত হওয়ার কথা স্মরণ করে কুক বলেন, '১৯৯৮ সালে যখন আমি অ্যাপলে যোগ দিই, তখন ভাগ্যকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি স্টিভ জবসের হয়ে কাজ করার জন্য আমার বাকি পেশাদার জীবন কাটাতে যাচ্ছিলাম। ২০১১ সালে স্টিভ জবস যখন দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে মারা গেলেন, তখন আমার ওপর দারুণ প্রভাব পড়েছিল।'

কুক বলেন, 'ভাগ্য রাতে চোরের মতো আসে। আমরা যখন স্টিভকে হারিয়েছিলাম, তখন আমি যে একাকিত্ব অনুভব করেছি, তা প্রমাণ করেছিল যে আমরা অন্যের ওপর যে প্রভাব ফেলেছি, এর চেয়ে জোরালো আর কিছুই নেই।'

বর্তমান সময়টাকে খুব ভালো করে শিক্ষার্থীদের স্মরণ রাখার আহবান জানান কুক। তিনি বলেন, 'এ সময় সত্যিকারের প্রয়োজনীয়তা কোনটি, তা হৃদয়ে ধরে রাখুন। আমাদের প্রিয়জনের স্বাস্থ্য, সুস্থতা, আমাদের সম্প্রদায়ের সহনশীলতা এবং ডাক্তার থেকে শুরু করে আবর্জনা সংগ্রাহক, যাঁরা অন্যের সেবায় আত্মনিয়োগ করেন, তাঁদের কথা টুকে রাখুন।'